সংবাদ শিরোনাম :
লগডাউনে নারীর সঙ্গে লুডু খেলে করোনায় আক্রান্ত ৩১
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৪২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০ ১৩৮ বার পড়া হয়েছে
সকালের সংবাদ;
এক নারী লুডু খেলে ৩১ জনের মধ্যে করোনা ছড়িয়েছেন। ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানার সূর্যপেত জেলায়।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দিল্লির তাবলিগ জামাতের এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন ওই নারী। তা জানার পর থেকেই তার শরীরে ভাইরাস এসেছে বলে সন্দেহ করা হয়।
পরে পরীক্ষা করলে তার শরীরে ধরা পড়ে করোনা। তারপর ওই নারী যে ৩১ জনের সংস্পর্শে এসেছিলেন, তেমন ৩১ জনের নমুনা সংগ্রহ করার পর দেখা যায় সবাই করোনা পজিটিভ।
প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ কথা জানানোর পাশাপাশি উদ্বেগ প্রকাশ করা হয়। কী ভয়ানকভাবে এ রোগ ছড়িয়ে পড়ছে সে কথাও বলা হয়।
পুলিশ জানায়, পাড়ার বন্ধুদের বাড়ি ঘুরে ঘুরে লুডু খেলছিলেন ওই নারী। পরে দেখা গেল তিনি করোনায় আক্রান্ত। আর তিনি লুডু খেলতে গিয়ে ৩১ জনের মধ্যে করোনা ভাইরাস ছড়িয়েছেন।