সংবাদ শিরোনাম :
আজ থেকে ঢাকায় আরও কঠোর হবে পুলিশ

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৫৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০ ১৪১ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট |
সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে আজ শনিবার (১৮ এপ্রিল) থেকে ঢাকায় কঠোর ভূমিকা নিচ্ছে ঢাকা মহানগর পুলিশ।
শুক্রবার (১৭ এপ্রিল) রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল তার ধানমণ্ডির বাসায় ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপুর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের নেতৃত্বে ঢাকা মহানগরীর ১৩৯টি ওয়ার্ডে ত্রাণ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
প্রতি ওয়ার্ড কমিটিতে পুলিশের একজন সদস্যকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয় বৈঠকে এবং সমন্বয়ের মাধ্যমে ত্রাণসামগ্রী বিতরণের বিষয়ে আলোচনা হয়।