কুকুরের খাবারে ভাগ বসাচ্ছে লকডাউনে ক্ষুধার্ত মানুষ (ভিডিও)
- আপডেট সময় : ০২:৫৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০ ১২৭ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক;
করোনার মহামারি ঠেকাতে ভারতজুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনে হতদরিদ্র মানুষদের অসহায়তা ফুটে উঠতে দেখা যাচ্ছে একটি ভিডিওতে। পড়ে থাকা দুধ সংগ্রহ করতে কুকুরদের সঙ্গে ব্যস্ত ক্ষুধার্ত মানুষও। ঘটনাটি ঘটেছে ভারতের আগ্রার রাম বাগ এলাকায়।
রাস্তায় গড়িয়ে গিয়েছে দুধের ধারা। একদিকে একপাল কুকুর দুধ খাচ্ছে, অন্যদিকে এক ভবঘুরে ব্যক্তিকে দেখা যাচ্ছে দুধ কুড়িয়ে নিতে! করোনা মহামারি রুখতে ভারতে লকডাউনে হতদরিদ্র মানুষদের অসহায়তা ফুটে উঠতে দেখা গেছে এই ভিডিওতে।
ভারতের তাজমহল থেকে ছয় কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটিতে এক দুধের গাড়ি চলে যাওয়ার পর পথে পড়ে থাকতে দেখা যায় দুধ। পথে পড়ে থাকা সেই দুধ সংগ্রহে কুকুরদের সঙ্গেই ব্যস্ত হয়ে পড়লেন ওই মানুষটি। হৃদয় মুচড়ে ওঠা ওই ভিডিও দেখে বিস্মিত নেটিজেনরা। সূত্র: এনডিটিভি।
ভিডিও দেখতে ক্লিক করুন; https://www.facebook.com/sokaler.songbad/