করোনা নিয়ে গুজব ছড়িয়ে কলেজ শিক্ষক গ্রেপ্তার
- আপডেট সময় : ১১:০২:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০ ১২০ বার পড়া হয়েছে
নওগাঁ প্রতিনিধি;
নওগাঁয় করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে জাকিরুল ইসলাম (৪২) নামে এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার দুপুরে শহরের উকিলপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক শিক্ষক রাজশাহী জেলার বাগমারা উপজেলার জিয়ান্দপাড়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে।
নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ) রাকিবুল আক্তার জানান, গেল পাঁচ এপ্রিল করোনাভাইরাস নিয়ে নিজের ফেসবুকে একটি ইউটিউব লিংক শেয়ার করেন তিনি।
সেই ভিডিওতে দেখানো হয় লকডাউনের ফলে খাবার না পেয়ে একই পরিবারের মা-মেয়ে-ছেলেসহ পরিবারের সবাই আত্মহত্যা করেছে।
এমন একটি ভুয়া তথ্য সমাজের ছড়ানোর দায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই ভিডিওর মাধ্যমে দেশের ভাবমূর্তি, সুনাম ক্ষুণ্ন এবং গুজব ছড়ানোর দায়ে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।