জনপ্রিয় পোশাক ব্র্যান্ড “স্পাইডার”র পক্ষে মস্কো হ্যান্ড স্যানিটাইজার বিতরণ
প্রকাশিত মার্চ ২৫, ২০২০, ১০:২৪ পূর্বাহ্ণ
ডেস্ক রিপোর্ট:
জনপ্রিয় পোশাক ব্রান্ড “স্পাইডার” এর পক্ষ থেকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সামগ্রী বিতরন করা হয় তাদের ফ্যাক্টরি স্টাইল মিউজিয়াম লিমিটেড এ এবং ফ্যাক্টরির আশেপাশে। আজ ঢাকাস্থ উত্তরখান এর সাইনবোর্ডে এই কার্যক্রম এর শুরু করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও এমডি। তারা নিজ হাতে এই কার্যক্রম পরিচালনা করেন। এসময় রাস্তায় চলাচলকারী প্রায় প্রতিটি মানুষকে তারা করোনা ভাইরাস সম্পর্কে বোঝান, সতর্ক করেন এবং তাদের মাঝে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। রাস্তা হতে চলাচলকারী অনেককেই আক্ষেপ করে বলতে শোনা গেছে, ঈশ সমাজের সব মানুষ যদি দেশের প্রতিটি খারাপ সময়ে এভাবে এগিয়ে আসতো তাহলে দেশের চেহারাই বদলে যেত। মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ প্রসংগে স্পাইডার এর কর্ণধার রা জানান যে, এই কার্যক্রম শুধু এক দিনের জন্য না সামনের দিন গুলোতেও চলমান থাকবে।

এসময় তারা দেশের সকলকে এই দুর্যোগের মুহুর্তে দেশ সেবায় এগিয়ে আসার আহ্বান জানান এবং সবাইকে করোনা সম্পর্কিত স্বাস্থ নির্দেশনা মেনে চলতে অনুরোধ জানান।
Related
error: Content is protected !!