মধ্যরাতে ধরে নিয়ে সাংবাদিককে কারাদণ্ড, প্রতিবাদে মানববন্ধন

- আপডেট সময় : ১০:২৭:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০ ১৪৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম |
মধ্যরাতে ধরে নিয়ে সাংবাদিককে কারাদণ্ডাদেশের প্রতিবাদে মানববন্ধন করেন কুড়িগ্রামের নাগরিক সমাজ ও সাংবাদিকরা। ছবি: আরটিভি অনলাইন
বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে শুক্রবার মধ্যরাতে বাড়ি থেকে ধরে নিয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে। এ ঘটনার প্রতিবাদে কুড়িগ্রামের নাগরিক সমাজ ও সাংবাদিকরা।
আজ শনিবার বিকেলে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, সাংবাদিক রাজু মোস্তাফিজ, হুমায়ুন কবীর সূর্য, ছানালাল বকসী, শ্যামল ভৌমিক, এসএম ছানালাল বকসী প্রমুখ।
মানববন্ধন থেকে বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাংবাদিক আরিফুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও তার মুক্তি দেয়ার দাবি জানিয়েছে। না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন বক্তারা।
এদিকে, রংপুরের বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলামকে এ ঘটনার তদন্ত করে আগামী ২৪ ঘণ্টার প্রতিবেদন দিতে মন্ত্রীপরিষদ বিভাগ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।