ঢাকা ১২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ




আ.লীগ নেতা পরিচয়ে কলেজছাত্রীকে উত্ত্যক্ত করে পুলিশের হাতে ধরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০ ১১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল; প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এক কলেজছাত্রীকে (২০) উত্ত্যক্ত ও হুমকির অভিযোগে জিয়াউল হক আকন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারের পর নিজেকে পৌর আওয়ামী লীগের নেতা পরিচয় দেন জিয়াউল হক। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার কালীগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জিয়াউল হক আকন পৌরসভার ৯নং ওয়ার্ডের ভরপাশা এলাকার মোতাহার আকনের ছেলে।

বাকেরগঞ্জ পৌর আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন, জিয়াউল হক আকন পৌর আওয়ামী লীগের কোনো পদে নেই। তিনি পৌর আওয়ামী লীগের সদস্যও না। তবে জিয়াউল হক আকন নিজেকে পৌর আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচয় দেন। কেন পরিচয় দেন এ বিষয় জিয়াউল হকই ভালো বলতে পারবেন।

স্থানীয়রা জানায়, কলেজছাত্রীকে উত্ত্যক্ত ও হুমকি দেয়ার অভিযোগে বাকেরগঞ্জ থানায় ১ জানুয়ারি জিয়াউল হক আকনের বিরুদ্ধে মামলা হয়। মঙ্গলবার কালীগঞ্জ বাজার থেকে ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়।

বাকেরগঞ্জ থানা পুলিশের ওসি আবুল কালাম বলেন, উপজেলার ভরপাশা ইউনিয়নের আতাকাঠী গ্রামের এক ছাত্রী নানা বাড়ি থেকে বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে পড়াশোনা করেন। কলেজে আসা-যাওয়ার পথে ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন জিয়াউল হক। বিষয়টি ছাত্রী তার মাকে জানালে জিয়াকে সংযত হতে বলেন। এতে জিয়াউল হক আরও ক্ষিপ্ত হন। গত ১ জানুয়ারি ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করেন তিনি। এ ঘটনায় কলেজছাত্রীর মা বাকেরগঞ্জ থানায় মামলা করেন। ওই মামলার জিয়াউল হক আকনকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




আ.লীগ নেতা পরিচয়ে কলেজছাত্রীকে উত্ত্যক্ত করে পুলিশের হাতে ধরা

আপডেট সময় : ১০:১৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল; প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এক কলেজছাত্রীকে (২০) উত্ত্যক্ত ও হুমকির অভিযোগে জিয়াউল হক আকন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারের পর নিজেকে পৌর আওয়ামী লীগের নেতা পরিচয় দেন জিয়াউল হক। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার কালীগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জিয়াউল হক আকন পৌরসভার ৯নং ওয়ার্ডের ভরপাশা এলাকার মোতাহার আকনের ছেলে।

বাকেরগঞ্জ পৌর আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন, জিয়াউল হক আকন পৌর আওয়ামী লীগের কোনো পদে নেই। তিনি পৌর আওয়ামী লীগের সদস্যও না। তবে জিয়াউল হক আকন নিজেকে পৌর আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচয় দেন। কেন পরিচয় দেন এ বিষয় জিয়াউল হকই ভালো বলতে পারবেন।

স্থানীয়রা জানায়, কলেজছাত্রীকে উত্ত্যক্ত ও হুমকি দেয়ার অভিযোগে বাকেরগঞ্জ থানায় ১ জানুয়ারি জিয়াউল হক আকনের বিরুদ্ধে মামলা হয়। মঙ্গলবার কালীগঞ্জ বাজার থেকে ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়।

বাকেরগঞ্জ থানা পুলিশের ওসি আবুল কালাম বলেন, উপজেলার ভরপাশা ইউনিয়নের আতাকাঠী গ্রামের এক ছাত্রী নানা বাড়ি থেকে বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে পড়াশোনা করেন। কলেজে আসা-যাওয়ার পথে ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন জিয়াউল হক। বিষয়টি ছাত্রী তার মাকে জানালে জিয়াকে সংযত হতে বলেন। এতে জিয়াউল হক আরও ক্ষিপ্ত হন। গত ১ জানুয়ারি ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করেন তিনি। এ ঘটনায় কলেজছাত্রীর মা বাকেরগঞ্জ থানায় মামলা করেন। ওই মামলার জিয়াউল হক আকনকে গ্রেফতার করা হয়।