যৌতুক না পেয়ে সাবেক স্ত্রীর শরীর ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত
- আপডেট সময় : ১০:৩৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯ ১২৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক
খুলনায় যৌতুকের দাবিতে তালাকপ্রাপ্ত স্ত্রীর শরীর ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করে দিয়েছেন আনিসুর রহমান সরদার (৪০) নামে যৌতুকলোভী এক ব্যক্তি। এ ঘটনায় থানায় মামলা হলে আনিসুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, খুলনার ফুলতলার বরণপাড়া গ্রামের লুৎফর রহমান সরদারের ছেলে আনিসুর রহমানের সঙ্গে দামোদর সাহাপাড়ার জালাল গাজীর মেয়ে সেলিনা বেগমের (৩০) দেড় বছর আগে বিয়ে বিচ্ছেদ ঘটে।
বুধবার তালাক দেয়া স্ত্রীর বাড়িতে এসে এক লাখ টাকা দাবি করেন আনিসুর। টাকা দিতে অস্বীকৃতি জানালে সেলিনার পুরো শরীর ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করে পালিয়ে যান তিনি। পরে সেলিনাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। তার শরীরে ১৭টি সেলাই দেয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
এদিকে, সেলিনার মা জামিলা বেগম বাদী হয়ে আনিসুরকে আসামি করে ফুলতলা থানায় মামলা করেন। পরে আনিসুরকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায় পুলিশ।
ফুলতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, আনিসুর ও সেলিনার তালাক হয়েছে এমন দাবির পক্ষে কোনো কাগজপত্র নেই। তবে আনিসুর ব্লেড দিয়ে সেলিনার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেছে বলে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আনিসুরকে জেলহাজতে পাঠানো হয়েছে।