শিবগঞ্জে ৪ আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার
- আপডেট সময় : ০২:৪৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৪৩ বার পড়া হয়েছে
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় চার আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময় দুটি বিদেশি পিস্তল, একটি ৯এমএম পিস্তল, একটি ওয়ান শুটারগান, তিনটি ম্যাগাজিন এবং ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সোমবার সকাল ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ী এলাকার সাত্তারের আমবাগানের সামনে মাদকবিরোধী অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে গ্রেফতার করে র্যাব-৫।
গ্রেফতার মাদক ব্যবসায়ী মো. মজিবুর রহমান (৩২) শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ী এলাকার মো. ফজলুর রহমান ছেলে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে ওই এলাকায় অভিযানে যায় র্যাব। এ সময় চ্যালেঞ্জ করে অস্ত্র ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে।
সকাল ৬টায় র্যাবের একটি দল একই এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, একটি ৯এমএম পিস্তল, একটি ওয়ান শুটারগান, তিনটি ম্যাগাজিন এবং ১৬ রাউন্ড গুলি উদ্ধার করে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. মজিবুর রহমান দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। এ ঘটনায় তাকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। জেলায় র্যাবের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র্যাব।