সংবাদ শিরোনাম :
ফেসবুক কমেন্টে স্বরাষ্ট্রমন্ত্রীকে কটূক্তি, ডেপুটি জেলার প্রত্যাহার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:১৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯ ১১৮ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কমেন্টে কটূক্তির অভিযোগে সাতক্ষীরা কারাগারের ডেপুটি জেলার ডলি আক্তার ওরফে জলি মেহেজাবিন খানকে প্রত্যাহার করা হয়েছে।
গতকাল রবিবার কারা অধিদফতরের এক স্মারকের পত্রে তাকে কারা অধিদপ্তরে সংযুক্তির আদেশ দেওয়া হয়েছে।
সাতক্ষীরা কারাগারের জেল সুপার আবু জায়েদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডলি আক্তারকে কারা অধিদপ্তরে সংযুক্তির একটি পত্র পেয়েছি।
জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর সকাল ৮টা ৪৯ মিনিটে জলি মেহেজাবিন খান নামের ফেসবুক আইডি থেকে একটি ছবি পোস্ট করেন। সেখানেই এক মন্তব্যকারীকে জবাব দিতে গিয়ে তিনি ওই কটূক্তি করেন।