বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
- আপডেট সময় : ০৫:১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০১৯ ১৭৩ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি;
ঝালকাঠিতে পারিবারিক কলহের জের ধরে বাবাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলে আলতাফ হোসেন খন্দকারের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মো. তোফায়েল হাসান এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলতাফ হোসেন খন্দকার ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার উত্তর চেচরি গ্রামের মৃত আব্দুল বারেক খন্দকারের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।
মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১০ এপ্রিল সকালে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার উত্তর চেচরি গ্রামে বাড়ির উঠান থেকে ঘরে লাকড়ি তুলতে বলাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার একপর্যায়ে আলতাফ হোসেন খন্দকার তার বাবা আব্দুল বারেক খন্দকারকে পিটিয়ে গুরুতর জখম করে। ঘটনার তিনদিন পর বরিশালের একটি হাসপাতালে বারেক খন্দকার মারা যান। এ ঘটনায় নিহতের আরেক ছেলে মঞ্জু খন্দকার বাদী হয়ে ১৩ এপ্রিল কাঁঠালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
ওই বছরের ৩০ মে কাঁঠালিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতের বিচারক ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ দুপুরে আলতাফ হোসেন খন্দকারকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। আসামি আলতাফ হোসেন খন্দকার পলাতক রয়েছেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি এম আলম খান কামাল ও আসামিপক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মঞ্জুর হোসেন।