সংবাদ শিরোনাম :
ইতালির মিলান শহরে জমির- আব্দুল হাই নামে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু!

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৩৪:০৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০১৯ ২৯০ বার পড়া হয়েছে

ইউরোপ ব্যুরোঃ
ইতালির মিলান শহরে বাজ্জিও এলাকায় রবিবার সকালে বাংলাদেশী দু’ভাইর মৃত্যু দেহ উদ্ধার করেছে ইতালিয়ান পুলিশ।পুলিশের প্রাথমিক ধারণা হলো এক ভাই অন্য ভাইকে বড় ধরনের ছুরি দ্বারা আঘাত করলে বড় ভাই আব্দুল হাই( ৪১)মারা যায়।ছোট ভাই জমির উদ্দিন (৩৮), অনুশোচিত হয়ে গলায় ফাঁশ দিয়ে আত্মহত্যা করে।
এ্যাপার্টমেন্টে প্রচুর রক্তপাত দেখা গেছে।ধারণা করা হচ্ছে ছোট ভাই মদ্যপানে লিপ্ত থাকতো প্রায়শই বড় ভাই বার বার নিষেধ করা ও সঠিক পথে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে এবং তারই জের ধরে হয়তো এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে।ইতালির জনপ্রিয় দৈনিক প্রত্রিকা Corriere della sera সহ অনেক গুলো পন্রিকায় ঘটনাটি প্রকাশ করেছে।তবে বাংলাদেশী দু’ভাইর বিস্তারিত বিষয় এখনও জানা যায়নি।খুব শিঘ্রই ঘটনাটি সম্পর্কে জানা যাবে।