ইতালিতে বাংলাদেশীদের স্বার্থ রক্ষায় ‘বাংলাদেশ কমিউনিটি ফিরেন্স’ এর আনুষ্ঠানিক যাত্রা
- আপডেট সময় : ০৮:০১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২ ৬০৪ বার পড়া হয়েছে
বিপুল উৎসাহ উদ্দীপনা এবং ফিরেন্সে বসবাসকারী সমাজের শীর্ষ নেতাদের উপস্থিতিতে প্রবাসীদের ইতালির পর্যটন নগরী ফিরেন্স প্রবাসী বাংলাদেশীদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ কমিউনিটি ফিরেন্সের আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
ফিরেন্সের সান্তা আপল্লনিয়া অডিটরিয়ামে অনুষ্ঠিত এক সাধারণ সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে এই সংগঠনটি। প্রবীণ ব্যক্তিত্ব আবুল বাশার হিরোর সভাপতিত্বে এবং মোঃ জসিম উদ্দিন জসিমের উপস্থাপনায় এতে প্রধান অতিথি ছিলেন, জাকির হোসেন। প্রধান বক্তা ছিলেন মুস্তাফিজুর রহমান বোরহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশরাফ উদ্দিন ,ফরিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম ভূঁইয়ার সাগর, আশরাফ হোসেনসহ আরও অনেকে। এই সাধারণ
সভায় আর নয় সিলেকশন এবার হবে ইলেকশন-স্লোগানের ওপরে ভিত্তি করে মতামত প্রদান করেন, শাহাবুদ্দিন, শাহজাহান, ফরিদ উদ্দিন হিরু, গাজী মনির, মিজানুর রহমান, দেলোয়ার হোসেন, আরিফুল ইসলাম লিটন, সাইফুল করিম বাবর, সাইফুল ইসলাম রোমান, হৃদয় খান, সারোয়ার চৌধুরী, হিরন চৌধুরী, আল ইমরান মাহমুদ লাভলু, কামাল হোসেন, খালেদ হোসেন বাপ্পি, জাফিক মোল্লা, জাকির হোসেন, শাজাহান খান, মাসুদ ভুঁইয়া, মিজানুর রহমান (২) এডভোকেট জাকির হোসেন, নুরু প্রামানিক, মনিরুল ইসলাম, তপন খানসহ আরো অনেকে।
প্রধান অতিথি জাকির হোসেন তার বক্তব্যে বলেন, আমরা ফিরেন্স প্রবাসী বাংলাদেশীদের সমস্যা চিহ্নিত করে তার সমাধানের চেষ্টা করব। এখানে প্রবাসী বাংলাদেশীরা যেকোনো সমস্যায় পড়লে এই সংগঠন তাদের পাশে গিয়ে দাঁড়াবে। প্রধান বক্তা মুস্তাফিজুর রহমান বোরহান সিটি কর্পোরেশনের বিভিন্ন শাখার মধ্য দিয়ে প্রবাসীদের সেবা করার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, এখানে প্রবাসী বাংলাদেশীদের ইমিগ্রেশন সমস্যাসহ সব ধরনের সহায়তা দিয়ে যাবে এই সংগঠনটি।
বিশেষ অতিথি জাহাঙ্গীর আলম ভূইয়া সাগর ফিরেন্স প্রবাসী বাংলাদেশীদের ঐক্যবদ্ধ করে এখানে বসবাসকারী সকল বাংলাদেশীদের সহায়তা করবে এই সংগঠনটি। তিনি দলমত নির্বিশেষে সকলকে বাংলাদেশ কমিউনিটি ফিরেন্স এর ছায়াতলে যত ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান। শেষে মধ্যাহ্নবদের মধ্য দিয়ে এই কর্মসূচী সমাপ্ত হয়।