প্রায় অর্ধ কোটি টাকা নিয়ে উধাও রিজেন্ট গ্রুপের কর্মকর্তা জাহাঙ্গীর!

- আপডেট সময় : ১২:২০:১২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুলাই ২০১৯ ১৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;
রিজেন্ট গ্রুপের পূবাচল শাখা অফিসে মার্কেটিং ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন জাহাঙ্গীর আলম(৪৯) । গত ২৭ ফেব্রয়ারি হতে ৮ জুন পর্যন্ত জাহাঙ্গীর আলম ৫২ হাজার ইট, ৫০০০ সেফটি পাথর ও ২৫০ ব্যরল বিটুমিন অভিনব কায়দায় লুট করে নেয় । যাহার মূল্য ৩২৯৮৫০০ টাকা ।
অভিযোগের সূত্রে জানা যায় , জাহাঙ্গীর আলম প্রথমে কোম্পানী থেকে কাজের আদেশনামা (ওয়ার্ক অর্ডার ) বের করে গভীর রাতে মালামাল অন্যত্র সরিয়ে বিক্রয় করিত । দীর্ঘ চার মাস একই প্রক্রিয়ায় মালামাল বিক্রয় করছিলেন ।
কিছু অভিয়োগ রিজেন্ট গ্রুপর এর প্রধান কার্যালয়ে আসলে প্রধান কার্যালয় কর্তৃপক্ষের টনক নড়ে উঠে।তাই রিজেন্ট গ্রুপ থেকে একটি তদন্ত কমিটি করা হয়। তদন্তর ফলাফল কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেড়িয়ে আসে। জাহাঙ্গীর আলমের কাছে মালামালের এর হিসাব চাইলে ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যান। রিজেন্ট গ্রুপর এর ডিপিডি মো. মাসুদ পারভেজ বাদী হয়ে নারায়ণগঞ্জ রূপনগর থানায় ফৌজদারী বিধান অনুযায়ী মামলা করেন । রূপনগর থানার তদন্ত কর্মকর্তা এনামুল হক বলেন মামলা হয়েছে আমরা নিষয়টি গুরুত্ব সহকারে দেখছি । মামলার স্বার্থে বেশি কিছু বলতে চাচ্ছিনা।
ঊল্লেখ্য যে, জাহাঙ্গীর আলম, পিতা হাজী আব্দুল জলিল , ব্রাহ্মণবাড়িয়া জেলার কসব থানার গুবির গ্রামের বাসিন্দা। সূত্রমতে বর্তমানে খিলক্ষেত বাজার ক এর ১৪/৮ বটতলা অবস্থান করছেন ।