মশা বাহিত রোগ প্রতিরোধে দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে বিশেষ স্বাস্থ্য সেবা চালু
- আপডেট সময় : ০১:৪৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুলাই ২০১৯ ১৬৬ বার পড়া হয়েছে
রিমি সর্দারঃ রোগতত্ত্ব ও রোগনিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দেয়া সর্বশেষ হিসেবে,এ বছর মার্চ মাস থেকে মাত্র সাড়ে চার মাসে ঢাকায় বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে ৪ হাজার আটশোর বেশি মানুষ।এর বাইরে দুই সিটি কর্পোরেশনে চিকিৎসা সেবা নিয়েছে অনেকে। তবে এমন বহু মানুষ আছে যারা চিকিৎসা নেই জেনে হাসপাতাল বা চিকিৎসকের দ্বারস্থ হয়নি,বলছেন বিশেষজ্ঞরা।এমন প্রেক্ষাপটে বর্তমানে মহামারির ন্যায় আকার পাওয়া এই ডেঙ্গু রোগের প্রতিরোধে নানারকম কার্যক্রম হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন ইতিমধ্যে এই রোগের বিস্তার রোধে প্রায় একশটির মত ভ্রাম্যমাণ বিশেষ মেডিকেল টিম গঠন সহ “বিশেষ প্রাথমিক স্বাস্থ্য সেবা পক্ষ” চালু করেছে।ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনের সার্বিক তত্বাবধানে ৩৪ নং ওয়ার্ড নাজিরা বাজার এলাকার একতা উন্নয়ন সংঘের উদ্যোগে নাজিরা বাজার উচ্চ বালিকা বিদ্যালয়ে “বিশেষ প্রাথমিক স্বাস্থ্য সেবা পক্ষ” চালু হয়েছে।নাজিরা বাজার একতা উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক ও ৩৪ নং ওয়ার্ডের কমিউনিটি অ্যাম্বাসেডর সাজেদ বেপারি এই সেবা পক্ষের কার্যক্রম পরিচালনার মূল দায়িত্ব পালন করছেন।