মেহেরপুরে ‘গোলাগুলিতে’ যুবক নিহত

- আপডেট সময় : ১০:০৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুন ২০১৯ ৪২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;
দুই দল সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলিতে মনিরুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। নিহত ব্যক্তির নাম মনিরুল ইসলাম। তিনি কসবা গ্রামের মৃত ওসমান মোল্লা ছেলে।
নিহত যুবকের নামে সন্ত্রাস, চাঁদাবাজি ও বোমাবাজির ঘটনায় গাংনী থানায় ৯ টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
পুলিশ বলেছে, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার কসবা কচুখালী গ্রামের মাঠে এই গোলাগুলি হয়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
মেহেরপুর গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, কসবা ও কচুখালি গ্রামের মাঝামাঝি মাঠের মধ্যে গোলাগুলি শুরু হয়। খবর পেয়ে কসবা পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ পৌঁছার আগেই গোলাগুলি বন্ধ হয়েছিল। ঘটনাস্থলে মনিরুল ইসলামের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ। স্থানীয় লোকজন গিয়ে মনিরুলের পরিচয় নিশ্চিত করেন। ঘটনাস্থল থেকে মনিরুলের বাড়ি দুই কিলোমিটার মতো দূরে।