পিটিয়ে সাংবাদিকের পা ভেঙে দিলো সন্ত্রাসীরা!

- আপডেট সময় : ০৬:৩১:৩১ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০১৯ ১৩৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: নেত্রকোণার কেন্দুয়ায় একদল সন্ত্রাসী পিটিয়ে গুরুতর আহত করেছে সাংবাদিক আয়নাল হককে । সন্ত্রাসীদের পিটুনিতে ওই সাংবাদিকের বাম পায়ের হাড় ভেঙে গেছে।
আয়নাল হক দৈনিক ইত্তেফাকের কেন্দুয়া উপজেলা প্রতিনিধি ছিলেন। বর্তমানে তিনি স্থানীয় অনলাইন পোর্টাল দৈনিক নেত্রকোণা ডটকমের সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
আহত সাংবাদিক আয়নাল হক জানান, গত ২১ জুন সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে তার পত্রিকায় ‘কেন্দুয়ায় মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া’ শিরোনামে সংবাদ ছাপা হয়। মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল। এই সংবাদ ছাপার পর থেকে সংসদ সদস্যের লোকজন তাকে হুমকি দিয়ে আসছিলেন। এরই জের ধরে রোববার দুপুরে কেন্দুয়া প্রেসক্লাবে আসার পথে পৌর ভবনের সামনে ছয়জন সন্ত্রাসী তার ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় তারা লোহার রড দিয়ে বেধড়ক পেটায়। তাদের পিটুনিতে তার বাম পায়ের হাড় ভেঙে গেছে। কোমরে ও শরীরের অন্যস্থানেও আঘাত লেগেছে।
তিনি জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান।পরে উন্নত চিকিৎসার জন্যে নেয়া হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে বাম পায়ে প্লাস্টারসহ প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে।
সংসদ সদস্য অসীম কুমার উকিলের স্ত্রী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল বলেন, ‘সাংবাদিক আয়নাল হকের ওপর হামলায় আমাদের কেউ জড়িত নন।’
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান বলেন, ‘এ ধরনের একটি ঘটনা শুনেছি। এ নিয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে সাংবাদিক আয়নাল হকের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।’ তবে কি অভিযোগে জিডি হয়েছে, তা এড়িয়ে গেছেন ওসি।