সংবাদ শিরোনাম :
পানির হাউজে মিললো দুই শিশুর মরদেহ

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:২৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮ ১৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসার পানির হাউজ থেকে দুই শিশুর মরদেহ পাওয়া গেছে। তারা হলো হাবীব (৩) ও মারিয়া (৪)।
মঙ্গলবার রাতে মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের বি-ব্লকের ২ নম্বর রোডের বাড়ি থেকে তাদের উদ্ধার করে শ্যামলি শিশু হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ অালী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেলে বাসার পাশে খেলার সময় দুই শিশু পানির হাউজে পড়ে যায়। তবে স্বজনরা বিষয়টি জানতো না। স্বজনরা খোঁজাখুঁজির একপর্যায়ে পানির হাউজে তাদের দেখতে পায়। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এসআই আরও জানান, শিশু দুটির পরিবারের অাবেদনের প্রেক্ষিতে তাদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দিয়ে দেয়া হবে।