গৌরীপুরে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিনামুল্যের নতুন বই পৌঁছে দেয়া হচ্ছে

- আপডেট সময় : ০৬:২৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮ ১৯৩ বার পড়া হয়েছে

মজিবুর, ময়মনসিংহ: শিক্ষার্থীদের মাঝে যথা সময়ে বিনামুল্যের নতুন বই হাতে তুলে দেয়ার জন্য ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বই পৌঁছে দেয়া হচ্ছে।
ইতোমধ্যে এ উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই পৌঁছে দেয়া হয়েছে এবং বাকী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বই পৌঁছে দেয়ার কার্যক্রম চলমান রয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল আলম জানান, এ উপজেলার ৩৮টি মাধ্যমিক স্কুলে শিক্ষার্থীর মাঝে বিনামুল্যের ৩ লক্ষ ৬৯ হাজার ১০ টি প্রাপ্ত বই যথা সময়ে বিতরনের জন্য ইতোমধ্যে পৌঁছে দেয়া হয়েছে।
১৭ টি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ৬৪ হাজার ৬২০ টি বই পৌঁছে দেয়ার কার্যক্রম বুধবার থেকে শুরু হবে। সকল প্রতিষ্ঠানে এক সপ্তাহের মধ্যে বই পৌঁছে দেয়ার কার্যক্রম শেষ হবে বলে জানান তিনি।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম খান জানান, এ উপজেলায় সরকারি প্রাথমিক স্কুলের সংখ্যা হচ্ছে ১৭৮টি ও কেজি স্কুল রয়েছে ৯০টি।
ইতিমধ্যে শিশু শ্রেণি, ১ম, ২য় ও ৩য় শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৪৭ হাজার সেট নতুন বই এসে পৌঁছেছে। ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নতুন বই কয়েক দিনের মধ্যে পৌঁছে যাবে।