ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আগস্ট বিপ্লবের অদৃশ্য শক্তি তারেক রহমান – মাহমুদ হাসান Logo ছাত্র জনতাকে ১০ মিনিটে ক্লিয়ার করার ঘোষণা দেয়া হামিদ চাকুরীতে বহাল Logo ছাত্রলীগ নেত্রী যুবলীগ নেতার প্রতারণার শিকার চিকিৎসক সালেহউদ্দিন: বিচার ও প্রতিকার দাবি Logo দেশসেরা সহকারী জজ পরীক্ষায় প্রথম স্থান অর্জনে সংবর্ধনা Logo মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি বিএমজিটিএ’র Logo এনবিআরে আরেক মতিউর: কর কমিশনার কবিরের সম্পদের পাহাড় Logo চাকুরীর নামে ভুয়া মেজরের কোটি টাকার প্রতারণা: মিথ্যে মামলায় ভুক্তভোগীদের হয়রানি Logo পটুয়াখালী এলএ শাখায় ঘুষ ছাড়া সেবা পাচ্ছেনা ইপিজেড ও পায়রা বন্দরের ক্ষতিগ্রস্তরা Logo খুলনায় বন্ধ পাটকল চালু ও বকেয়া বেতনের দাবিতে আমজনতার দলের বিক্ষোভ Logo এলজিইডি প্রধান প্রকৌশলী রশীদ’র বিরুদ্ধে ৩০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ




পর্দা নামলো থিয়েটার কুবি আয়োজিত দুই দিনের আন্তর্জাতিক নাট্য উৎসব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪ ২১৪ বার পড়া হয়েছে

কুবি প্রতিনিধি :

পর্দা নামলো থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক যুগ পূর্তি উপলক্ষ্যে আয়োজিত দুই দিনের আন্তর্জাতিক নাট্য উৎসবের। উৎসবের শেষ দিনে সংগঠনের সভাপতি গুলশান পারভীন সুইটির নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘মাল্যদান’ ছোটগল্পের নাট্যরূপ প্রদর্শিত হয়। শনিবার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সন্ধ্যা ৬ টায় এই উৎসব শুরু হয়ে রাত সাড়ে ৯ টায় শেষ হয়।

এই আয়োজনের ফটোগ্রাফি পার্টনার হিসেবে ছিল প্রভালোচন, টি-শার্ট পার্টনার হিসেবে ছিল ওয়ালটন এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিল প্রতিদিনের বাংলাদেশ।

উৎসবের শেষ দিনে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গুলশান পারভীন সুইটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘মাল্যদান’ ছোটগল্পের নাট্যরূপ দেন এবং একই সাথে তিনি এই নাটকের নির্দেশনা। এছাড়া এই দিনে নবীন বরণ ও প্রবীণ বিদায় এবং থিয়েটার কুবির সাবেক ও বর্তমান নাট্য কর্মীদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক নাট্য উৎসবের শেষ দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগম এবং শেষ দিনের মূল আকর্ষণ “লাপাত্তা লেডিস” সিনেমার গল্পকার বিপ্লব গোস্বামী।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন, ‘ একটা চমৎকার নাটক আমরা দেখলাম। ছোট্ট একটা অনুভূতির গল্প কিন্তু ছুঁয়ে গেল মন। আর আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বিপ্লব গোস্বামী। এটা আমাদের জন্য  বাড়তি পাওয়া।  দাদার সাথে গত পরশুই আমার পরিচয় হয়েছে। কিন্তু কেউ দেখলে বুঝবে না। মনে হবে যেন আমরা দুইজন কয়েক বছর ধরে ঘুরাঘুরি করি।’

“লাপাত্তা লেডিস” সিনেমার গল্পকার বিপ্লব গোস্বামী বলেন, ছোটবেলায় বা কলেজে যখন পড়তাম কোনো একটা ম্যাগাজিনে পড়েছিলাম কুমিল্লা শিল্পের শহর, সংস্কৃতির শহর, শিক্ষার শহর। সেই কুমিল্লারই একটা শিক্ষা প্রতিষ্ঠানে এসে আপনাদের সামনে দাঁড়ানো একটা দারুণ ব্যাপার। আমার খুব কৌতুহল হয়েছিল যে ওরা গল্পটা কিরকম মঞ্চস্থ করবে, সত্যি একটা দারুণ মুগ্ধতা এনে দিয়েছে। আমি ডুবে গিয়ে খুব উপভোগ করেছি।’

সার্বিক ব্যাপারে থিয়েটার কুবির সভাপতি সভাপতি গুলশান পারভীন সুইটি বলেন, ‘সংগঠনের সকলের প্রচেষ্টার কারণে আমরা আমাদের প্রথম আন্তর্জাতিক নাট্য উৎসবকে সকলের সামনে তুলে ধরতে পেরেছি। যারা যারা এই অনুষ্ঠানকে দর্শকের সামনে আনতে কাজ করে গেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। আমরা আবারো নতুন আয়োজন নিয়ে দ্রুত হাজির হতে চাই দর্শকদের সামনে।’

এর আগে গত ৪ জুলাই নাট্য উৎসবটি শুরুর কথা থাকলেও বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও ডেকোরেশনের সাথে সংশ্লিষ্ট মো: আবুল হোসেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুতে শোকপ্রকাশ করে একদিন পর অর্থাৎ ৫ জুলাই ভারতের কলকাতার নাট্য সংগঠন মছলন্দপুর ইমন মাইম সেন্টারের নাটক ও মূকাভিনয় প্রদর্শনের মাধ্যমে নাট্য উৎসবটি শুরু হয়। মছলন্দপুর ইমন মাইম সেন্টার জীবন অধিকারীর নির্দেশনায় ও মৃণাল মুখোপাধ্যায় রচিত ‘যুযুধান’ নাটক এবং ধীরাজ হাওলাদারের নির্দেশনায় ‘একটি গাছ একটি প্রাণ ও দেখা’ নামক মূকাভিনয় প্রদর্শন করে।

Loading

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পর্দা নামলো থিয়েটার কুবি আয়োজিত দুই দিনের আন্তর্জাতিক নাট্য উৎসব

আপডেট সময় : ০১:৩০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪

কুবি প্রতিনিধি :

পর্দা নামলো থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক যুগ পূর্তি উপলক্ষ্যে আয়োজিত দুই দিনের আন্তর্জাতিক নাট্য উৎসবের। উৎসবের শেষ দিনে সংগঠনের সভাপতি গুলশান পারভীন সুইটির নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘মাল্যদান’ ছোটগল্পের নাট্যরূপ প্রদর্শিত হয়। শনিবার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সন্ধ্যা ৬ টায় এই উৎসব শুরু হয়ে রাত সাড়ে ৯ টায় শেষ হয়।

এই আয়োজনের ফটোগ্রাফি পার্টনার হিসেবে ছিল প্রভালোচন, টি-শার্ট পার্টনার হিসেবে ছিল ওয়ালটন এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিল প্রতিদিনের বাংলাদেশ।

উৎসবের শেষ দিনে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গুলশান পারভীন সুইটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘মাল্যদান’ ছোটগল্পের নাট্যরূপ দেন এবং একই সাথে তিনি এই নাটকের নির্দেশনা। এছাড়া এই দিনে নবীন বরণ ও প্রবীণ বিদায় এবং থিয়েটার কুবির সাবেক ও বর্তমান নাট্য কর্মীদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক নাট্য উৎসবের শেষ দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগম এবং শেষ দিনের মূল আকর্ষণ “লাপাত্তা লেডিস” সিনেমার গল্পকার বিপ্লব গোস্বামী।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন, ‘ একটা চমৎকার নাটক আমরা দেখলাম। ছোট্ট একটা অনুভূতির গল্প কিন্তু ছুঁয়ে গেল মন। আর আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বিপ্লব গোস্বামী। এটা আমাদের জন্য  বাড়তি পাওয়া।  দাদার সাথে গত পরশুই আমার পরিচয় হয়েছে। কিন্তু কেউ দেখলে বুঝবে না। মনে হবে যেন আমরা দুইজন কয়েক বছর ধরে ঘুরাঘুরি করি।’

“লাপাত্তা লেডিস” সিনেমার গল্পকার বিপ্লব গোস্বামী বলেন, ছোটবেলায় বা কলেজে যখন পড়তাম কোনো একটা ম্যাগাজিনে পড়েছিলাম কুমিল্লা শিল্পের শহর, সংস্কৃতির শহর, শিক্ষার শহর। সেই কুমিল্লারই একটা শিক্ষা প্রতিষ্ঠানে এসে আপনাদের সামনে দাঁড়ানো একটা দারুণ ব্যাপার। আমার খুব কৌতুহল হয়েছিল যে ওরা গল্পটা কিরকম মঞ্চস্থ করবে, সত্যি একটা দারুণ মুগ্ধতা এনে দিয়েছে। আমি ডুবে গিয়ে খুব উপভোগ করেছি।’

সার্বিক ব্যাপারে থিয়েটার কুবির সভাপতি সভাপতি গুলশান পারভীন সুইটি বলেন, ‘সংগঠনের সকলের প্রচেষ্টার কারণে আমরা আমাদের প্রথম আন্তর্জাতিক নাট্য উৎসবকে সকলের সামনে তুলে ধরতে পেরেছি। যারা যারা এই অনুষ্ঠানকে দর্শকের সামনে আনতে কাজ করে গেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। আমরা আবারো নতুন আয়োজন নিয়ে দ্রুত হাজির হতে চাই দর্শকদের সামনে।’

এর আগে গত ৪ জুলাই নাট্য উৎসবটি শুরুর কথা থাকলেও বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও ডেকোরেশনের সাথে সংশ্লিষ্ট মো: আবুল হোসেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুতে শোকপ্রকাশ করে একদিন পর অর্থাৎ ৫ জুলাই ভারতের কলকাতার নাট্য সংগঠন মছলন্দপুর ইমন মাইম সেন্টারের নাটক ও মূকাভিনয় প্রদর্শনের মাধ্যমে নাট্য উৎসবটি শুরু হয়। মছলন্দপুর ইমন মাইম সেন্টার জীবন অধিকারীর নির্দেশনায় ও মৃণাল মুখোপাধ্যায় রচিত ‘যুযুধান’ নাটক এবং ধীরাজ হাওলাদারের নির্দেশনায় ‘একটি গাছ একটি প্রাণ ও দেখা’ নামক মূকাভিনয় প্রদর্শন করে।

Loading