ট্রাফিক আইন অমান্য করায় ১ দিনে ৩০ লক্ষাধিক টাকা জরিমানা

- আপডেট সময় : ০৪:৪৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০১৯ ৬৩ বার পড়া হয়েছে

সকালের সংবাদ রিপোর্ট;
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬৩১২ টি মামলা ও ৩০,৪১,৯৫০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ৩৪টি গাড়ি ডাম্পিং ও ৬৯৩টি গাড়ি রেকার করা হয়েছে।
ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, উল্লেখযোগ্য মামলার মধ্যে রয়েছে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৬০টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ৩টি, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ১২১০টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ৬টি গাড়ির বিরুদ্ধে মামলা। এছাড়াও ট্রাফিক আইন অমান্য করার কারণে ২২৭০টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা ও ১০৭টি মোটর সাইকেল আটক করা হয়। সেই সাথে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ৩টি মামলা করা হয়।
১১ জুন, ২০১৯ দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়। ডিএমপি’র ট্রাফিক বিভাগের দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীতে এ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।