দুই দিনে আয় ২৬ কোটি
প্রকাশিত মে ১৪, ২০১৯, ১৬:৩৩ অপরাহ্ণ
বিনোদন প্রতিবেদক;
অনন্যা পান্ডে অভিনীত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ মুক্তি পেয়েই দারুণ ঝলক দেখিয়েছে। প্রথম দিনেই বক্স অফিসে ১২ কোটি রুপি আয় করেছে ছবিটি। দুদিনে ছবিটি আয় করেছে ২৬ কোটি রুপি। এর আগে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ প্রথম দিনে আয় করেছিল ৭.৫২ কোটি রুপি। ১০ মে মুক্তি পেয়েছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন প্রযোজিত ও পুনিত মালহোত্রা পরিচালিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ ছবিটি। ২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে বলিউডে অভিষেক ঘটেছিল আলিয়া ভাটের। এবার সিক্যুয়াল ছবিটি দিয়ে অভিষেক হলো বলিউডের প্রতিষ্ঠিত অভিনেতা চাংকি পান্ডের মেয়ে অনন্যা পান্ডের। এদিকে অভিনয়ে নাম লেখানোর আগে শাহরুখ খানের ‘রইস’ সিনেমার সেটে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন অনন্যা। শাহরুখের প্রশংসা করে এ অভিনেত্রী বলেন, তিনি আমার দ্বিতীয় বাবার মতো। তাকে ক্যামেরার সামনে অভিনয় করতে দেখা আমার জন্য দারুণ অনুভ‚তি।
Related
error: Content is protected !!