সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে লরির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৫২:১৭ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০১৯ ২৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;
কিশোরগঞ্জের কুলিয়ারচরে জ্বালানি তেলের লরির সিলিন্ডার মেরামতের সময় গ্যাস বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন। শনিবার সকালে উপজেলার সদর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, সলমান (১৩), হাকিম (২৭), নাইম(২০) , শফিক (২৫)। অন্যজনের নাম পরিচয় পাওয়া যায়নি। এদের মধ্যে সলমান, হাকিম ও শফিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কুলিয়ারচর থানার ওসি আবদুল হাই তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে উপজেলায় জ্বালানি তেলের লরির সিলিন্ডার মেরামতের সময় গ্যাস বিস্ফোরণ হয়। এসময় পাঁচজন দগ্ধ হন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। পরে তাদের উদ্ধার করে বাজিদপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দগ্ধদের মধ্যে সলমান, হাকিম ও শফিকের অবস্থা গুরুতর হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।