অবৈধ বিদ্যুৎ সংযোগে রাত্রিকালীন ব্যাডমিন্টন খেলা : ঘটছে দুর্ঘটনা

- আপডেট সময় : ০৪:৪১:৩৮ অপরাহ্ন, রবিবার, ৯ ডিসেম্বর ২০১৮ ২৩৯ বার পড়া হয়েছে

আহাদ মিয়া, মৌলভীবাজারঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে চলমান শীতের রাতে চলমান লাইন থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে চলছে ব্যাডমিন্টন ও মিনিবারের ফুটবল খেলা। অবৈধ বিদ্যুৎ সংযোগে ঘটছে দুর্ঘটনা। পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষে মাইকিং করেও এ ধরনের অবৈধ সংযোগ বন্ধ করা যাচ্ছে না।
শীত শুরু হলেই কমলগঞ্জের বিভিন্ন স্থানে রাতের বেলা বাতি ব্যবহার করে ব্যাডমিন্টন খেলা হয়। এদের কিছু অংশ নিজ ব্যবহৃত বাসা বা ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ থেকে নতুন করে আলাদা সংযোগ দিয়ে রাতের ব্যাডমিন্টন খেলা হয়। আর অধিকাংশ খেলা হয় চলমান ১১ ’শ কেভি বিদ্যুৎ লাইন থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে। সম্প্রতি আবার শুরু হয়েছে রাতে মিনি গোল বারে ফুটবল খেলার প্রতিযোগিতা।
এসব অবৈধ বিদ্যুৎ সংযোগ থাকে সম্পূর্ণরুপে ঝুঁকিপূর্ণ। স্থানীয় জনপ্রতিনিধিরাও আবার এসব প্রতিযোগিতার উদ্বোধন ও সমাপন করে থাকেন। এসব অবৈধ বিদ্যুৎ সংযোগে প্রাণ হানির মত দুর্ঘটনাও ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, গত দুই সপ্তাহ আগে পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ আঞ্চলিক অফিসের অর্ধীন টিলাগাঁও নয়া বাজার এলাকায় চলমান বিদ্যুৎ লাইন থেকে বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে চান মিয়া নামে এবারের জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে নয়াবাজার এলাকার খালেক মিয়ার ছেলে।
গত ২৫ নভেম্বর সন্ধ্যার নিজ বসত ঘর থেকে বাইরে ধানের খলায় (ধান শুকানোর স্থান) অবৈধভাবে বিদ্যুৎ দিতে গিয়ে কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের বনবিষ্ণুপুর গ্রামের আমজদ মিয়ার ছেলে সোহেল মিয়া বিদ্যুতায়িত য়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। গত শুক্রবার (৭ ডিসেম্বর) রাতে কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ রেলওয়ে স্টেশন সংলগ্ন রেলওয়ে মাঠে ১১’শ কেভি চলমান বিদ্যুৎ লাইন থেকে অবৈধ সংযোগ নিয়ে মিনিবারে ফুটবল খেলার আয়োজন করতে গিয়ে কাশেম মিয়া (১২) নামের এক কিশোর গুরুতরভাবে আহত হয়। তাকে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে আশঙ্কাজনক হওয়ায় মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পরিবারের লোকজন পরে মৌলভীবাজার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করাচ্ছেন।
পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো: মোবারক হোসেন সরকার রাতে কোন কোন স্থানে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ব্যাডমিন্টন খেলার সত্যতা নিশ্চিত করেন। গত ২৫ নভেম্বর টিলাগাঁওয়ের নয়াবাজারে রাতে ব্যাডমিন্টন মাঠে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে এক জেএসসি পরীক্ষার্থীর মৃত্যুর সত্যতাও নিশ্চিত করে বলেন, এরপর মাইকিং করে প্রচার করে নিষেধাজ্ঞাসহ সতর্কতা জারি করা হয়েছিল।
তবে শুক্রবার রাতে মিনিবারে ফুটবল খেলার মাঠে অবৈধ বিদ্যুৎ সংযোগের সময় এক কিশোর আহত বিষয়টি তিনি জানেন না, তবে খোঁজ নিয়ে দেখবেন বলেও জানান। তিনি আরও বলেন, রাতে এভাবে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে পবিস কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো: মোবারক হোসেন সরকার জানান।