ময়মনসিংহ ৩: আ.লীগ প্রার্থীকে জয়ী করার আহ্বান
- আপডেট সময় : ১০:৩৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ ডিসেম্বর ২০১৮ ১৪৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, ‘বাংলাদেশের ৭১’র ও ৭৫’র পরাজিত শক্তি বর্তমানে নানা ষড়যন্ত্রে লিপ্ত। এদিকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উজ্জীবিত। তাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে নৌকার বিজয়কে কোন ষড়যন্ত্রই ঠেকাতে পারবে না। উন্নয়নের জন্য মানুষ নৌকাকে পুনরায় বিপুল ভোটে জয়যুক্ত করবেন।’
শনিবার গৌরীপুর হানাদারমুক্ত দিবস উপলক্ষে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে গৌরীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
এসময় তিনি ময়মনসিংহ-৩ আসনে মহাজোট প্রার্থী নাজিম উদ্দিন আহমেদকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহবান জানান।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আব্দুর রহিমের সভাপতিত্বে ও পৌর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মশিউর রহমান কাউসারের সঞ্চালনায় এতে বক্তব্য দেন- ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার হোসেন, আব্দুর রব, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ কদ্দুছ, শওকত জাহান মুকুল, দপ্তর সম্পাদক আবু সাঈদ দীন ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক ভি.পি আবুল কালাম রাসেল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কালাম মুহাম্মদ আজাদ, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন আহাম্মদ, সাধারণ সম্পাদক বাবু বিধু ভূষণ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ পরিবারের সন্তান ম, নুরুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল হাসিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন, আবুল কালাম, সাবেক পৌর মেয়র মো. শফিকুল ইসলাম হবি, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আবু কাউছার চৌধুরী রন্টি, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহাবায়ক হুমায়ূন রশিদ সোহাগ, সদস্য সচিব রিয়াদুল ইসলাম রানা, যুগ্ম আহবায়ক মুস্তাফিজুর রহমান শাহীন, যুগ্ম আহবায়ক রিপন মুহম্মদ সামী, ময়মনসিংহ পল্লী শাখার সভাপতি ফরহাদ আলম খান সোহেল, গৌরীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আবুল ফজল মুহম্মদ হীরা, সাধারণ সম্পাদক সম্পাদক হারুন অর রশিদ, পৌর শাখার সভাপতি উজ্জল চন্দ্র, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. সোহেল রানা, গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুতকতাদির খান তুষার প্রমুখ।