ধর্ষণে প্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, কারাগারে গৃহশিক্ষক
- আপডেট সময় : ১০:৪৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০১৯ ৭৯ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি;
মানিকগঞ্জের দৌলতপুরে এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে একেএম চাঁন মিয়া নামে এক গৃহশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ওই শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলার বিবরণে জানা গেছে, দৌলতপুর সদর উপজেলার এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে (৩০) মাত্র দেড় মাস আগে বিয়ে দেয়া হয়। কয়েক দিন আগে ওই নারী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার ডাক্তারি পরীক্ষা করা হয়। এতে ওই নারী ৫ মাসের অন্তঃসত্ত্বা থাকার বিষয়টি প্রকাশ পায়। পরে ওই নারী তার পরিবারকে জানান ৫ মাস আগে গ্রামের গৃহশিক্ষক একেএম চাঁন মিয়া তাকে প্রতিবন্ধী ভাতা দেয়ার কথা বলে দুই দিন ধর্ষণ করে। বিষয়টি কাউকে না জানানোর জন্য তাকে হুমকি দেয়া হয়েছিল।
দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) সুনীল কুমার কর্মকার জানান, প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় তার মা বাদী হয়ে বুধবার একটি মামলা করেন। ওই রাতেই আসামিকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।