বাকেরগঞ্জের দাড়িয়ালে চলছে মাদক দিয়ে ফাঁসানোর খেলা

- আপডেট সময় : ০৩:৪১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০১৯ ১৬১ বার পড়া হয়েছে

বাকেরগঞ্জ প্রতিনিধি;
বরিশালের ঐতিহ্যবাহী উপজেলা বাকেরগঞ্জের অবহেলিত ও দুর্গম এলাকা দাড়িয়াল তাই অপরাধ দমনে আইন শৃঙ্খলা বাহিনীর সদিচ্ছার অভাব না থাকলেও ঘাটতি থেকেই যায়।এই সুযোগ কাজে লাগিয়ে যেমন বিভিন্ন অপরাধী ও মাদক ব্যবসায়ীরা সুযোগ লুফে তেমনি একটি অসাধু চক্র মাদকের মামলায় ফাসানোর ভয় দেখানোকে পুঁজি করে ফয়দা লোটে।
এলাকাবাসীর অভিযোগের সুত্রে যানা গেছে, উপজেলার পশ্চিম দাড়িয়ালের বেশ কিছু যুবক মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় মাদকাসক্তদের চোখের কাটা হয়ে দাড়ায় তারা।
এজন্য মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়া যুবকদের নেতৃত্বে থাকা মোফাজ্জল ও পিন্টুকে বেশকিছু দিন ধরে ফাসানোর হুমকী দিয়ে আসছিল মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত সিন্ডিকেট। এর ধারাবাহিকতায় ওই মাদকাসক্ত সিন্ডিকেট র্যাবের কাছে মিথ্যা অভিযোগ করে ফাসানোর চেষ্টাও করেন যুব সংহতি নেতা মোফাজ্জল হোসেনকে। সাংবাদিকদের নিকট অভিযোগে মোফাজ্জল হোসেন বলেন গত ২৬ এপ্রিল শুক্রবার তিনি সকাল ৭ টায় ঘুম থেকে উঠে দেখেন তার বাড়ির চারপাশে র্যাবের লোক দিয়ে ঘেরা।র্্যাবের সদস্যরা মোফাজ্জলের ঘর বাড়ি তল্লাশি করে কিছু না পেয়ে চলে যায় পরক্ষণেই র্যাব পশ্চিম দাড়িয়াল খেয়াঘাটে পিন্টুর চায়ের দোকানে তল্লাশী চালিয়ে দোকানের বাইরের অংশে টিনের চালের ভিতরে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এসময় পিন্টুর দোকানে কেউ ছিলো না। র্যাব ৮ এর কমান্ডার মেজর সজীব বলেন, বিষয়টি আমাদের নিকট সাজানো মনে হয়েছে তাই পিন্টুকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তদন্ত অব্যাহত আছে।
এলাকাবাসী অভিযোগ করেন, বিভিন্নজনকে ফাঁসানোর এই চক্রটি এালাকার বখাটে। এদের মধ্যে কয়েকজন নব্য আওয়ামিলীগ পরিচয়দানকারী। এছাড়াও মাদকাসক্ত ৪-৫ জনের নাম উঠে এসেছে মিথ্যা অভিযোগকারী হিসেবে।
এবিষয়ে র্যাব ৮ এর সাথে যোগাযোগ করলে র্যাবের উর্ধতন কতৃপক্ষ সংবাদ মাধ্যমকে জানান এদের বিরুদ্ধে পালটা ব্যাবস্থা নেয়া হবে।