আইসিসি’র ফেসবুক কভারফটোতে টাইগাররা

- আপডেট সময় : ০৫:০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯ ১৭৮ বার পড়া হয়েছে

খেলাধুলা ডেস্ক;
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভ্যারিফাইড ফেসবুক পেইজের কভার ফটোতে জায়গা পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ স্কোয়াডের ছবি। মঙ্গলবার বেলা ১২টার দিকে এ ছবি পোস্ট করে বিশ্ব ক্রিকেটের সংস্থাটি।
এর একদিন আগে (সোমবার) এবারের বিশ্বকাপের জার্সির উন্মোচন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে ফটোসেশনে অংশ নেন তারা। সেই ফটোসেশনের ছবিই স্থান পেয়েছে আইসিসির ফেসবুক পেইজে।
১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডের ওই আনুষ্ঠানিক ফটোসেশনে সহ-অধিনায়ক সাকিব আল হাসান ছাড়া অন্যরা সবাই উপস্থিত ছিলেন।
এদিকে এবারের বিশ্বকাপের জন্য তৈরি জার্সির রঙ নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। ওই জার্সিতে লাল রঙের উপস্থিতি না থাকায় অন্য কোনো দেশের সাথে মিলে যাওয়ার অভিযোগ তুলে জার্সির রং পরিবর্তনের দাবি জানিয়েছেন সমালোচকরা। ইউএনবি।