সংবাদ শিরোনাম :
ডিএমপি’র অভিযানে মাদকসহ গ্রেফতার ৬৬

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৪৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯ ১৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;
রাজধানীতে মাদক রাখা ও সেবনের দায়ে ৬৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৩০৭২ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৭৬ গ্রাম ৫০৬ পুরিয়া হেরোইন, ২ কেজি ৫২২ গ্রাম গাঁজা, ১০ বোতল ফেন্সিডিল, ৪০ লিটার দেশী মদ ও ৪৯ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
২৯ এপ্রিল, ২০১৯ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা রুজু হয়েছে।