ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা আমাদের অঙ্গীকারঃ ড. তৌফিক রহমান চৌধুরী  Logo মেট্রোপলিটন ইউনিভার্সিটির নতুন বাসের উদ্বোধন Logo মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের ভূমিকা অগ্রগণ্য: ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক Logo মঙ্গল শোভাযাত্রা – তাসফিয়া ফারহানা ঐশী Logo সাস্টিয়ান ব্রাহ্মণবাড়িয়া এর ইফতার মাহফিল সম্পন্ন Logo কুবির চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার ও পূর্নমিলনী Logo অধ্যাপক জহীর উদ্দিন আহমেদের মায়ের মৃত্যুতে শাবির মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্ত চিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ পরিষদের শোক প্রকাশ Logo শাবির অধ্যাপক জহীর উদ্দিনের মায়ের মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ Logo বিশ কোটিতে গণপূর্তের প্রধান হওয়ার মিশনে ‘ছাত্রদল ক্যাডার প্রকৌশলী’! Logo দূর্নীতির রাক্ষস ফায়ার সার্ভিসের এডি আনোয়ার!




রাজধানীর বনশ্রীতে মানবতার দেয়াল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯ ১২৫ বার পড়া হয়েছে

ফিচার ডেস্ক;
এখনো মানবতা একেবারে উবে যায়নি। জাগতিক চরম হতাশার মধ্যেও কারো কারো মানবতা দৃষ্টান্ত হয়ে থাকে। তা না হলে কবেকার কার উদ্যোগ আজ দেশব্যাপী আলোচিত। রাজধানী থেকে শুরু করে গ্রামের আনাচে-কানাচে এখন গড়ে উঠছে ‘মানবতার দেয়াল’।

তাই তো সম্প্রতি রাজধানীর রামপুরা বনশ্রীর বি ব্লকের ২ নম্বর সড়ক এভিনিউয়ে দেখা গেছে মানবতার দেয়াল। রামপুরা বনশ্রী ও দক্ষিণ বনশ্রী এলাকার বাসিন্দাদের ভার্চুয়াল প্ল্যাটফর্ম ‘বনশ্রীবাসী’ জনস্বার্থে খবরটি শেয়ার করেছে।

দেয়ালে কাঠের তৈরি সেলফে কাচ বসিয়ে সুরক্ষিতভাবে তৈরি করা হয়েছে মানবতার দেয়ালটি। অন্যসব আয়োজনের চেয়ে এটিকে একটু ব্যতিক্রমই মনে হবে। বর্ষায় যেন রক্ষিত কাপড়গুলো ভিজে না যায়, এজন্যই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সহজেই অনুমান করা যায়।

কাচের ওপর দুটি স্টিকারে লেখা রয়েছে, ‘আপনার অপ্রয়োজনীয় জিনিস এখানে রেখে যান’ এবং ‘আপনার প্রয়োজনীয় জিনিস এখান থেকে নিয়ে যান’। সেলফের তিনটি তাকেই সংরক্ষিত আছে নানা বয়সের বিভিন্ন ধরনের কাপড়-চোপড়। একটি ফলের দোকানের পাশে স্থাপিত এ মানবতার দেয়াল ইতোমধ্যেই জনমনে ব্যাপক সাড়া ফেলেছে।

দেয়ালের গায়ে পবিত্র কোরআনের দুটি আয়াত লেখা রয়েছে। একটি আয়াত হচ্ছে- ‘হে মুমিনগণ, আমি তোমাদের যা দিয়েছি তা হতে তোমরা ব্যয় কর, সেই দিন আসার পূর্বে- যে দিন ক্রয়-বিক্রয়, বন্ধুত্ব ও সুপারিশ থাকবে না। এবং কাফেররাই জালিম।’ অপর আয়াতটি হচ্ছে- ‘ভয় কর সেই দিনকে যে দিন কেউ কারো উপকারে আসবে না।’

মানবতার দেয়াল সম্পর্কে মনির ফেরদৌস খান বলেন, ‘নিঃসন্দেহে এটি ভালো উদ্যোগ। আমাদের সবার উচিত এ উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যাওয়া।’

রিয়াজ অরিত্র বলেন, ‘এরআগে বনশ্রীর এফ ব্লকেও মানবতার দেয়াল করা হয়েছে। সেটি ৩ ও ৪ নম্বর সড়কের মাঝখানে অবস্থিত। আশা করি মানবতার দেয়াল আরও ছড়িয়ে পড়বে।’

উল্লেখ্য, ২০১৫ সালে ইরানের উত্তর-পূর্বের শহর মাশাদে প্রথম এমন উদ্যোগ নেওয়া হয়েছিল। সময়টা ছিল শীতকাল। সেখানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র পৌঁছে দিতে অজ্ঞাত কোন ব্যক্তি এ উদ্যোগ নিয়েছিলেন। এমন উদ্যোগের নামকরণ করা হয়েছিল ‘মানবতার দেয়াল’। আন্তর্জাতিক ও দেশীয় গণমাধ্যমে সে খবর প্রচারিত হয়েছিল। সংবাদ প্রকাশের পর জনমনে ব্যাপক সাড়া পড়েছিল এমন উদ্যোগের জন্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




রাজধানীর বনশ্রীতে মানবতার দেয়াল

আপডেট সময় : ০৬:৩২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯

ফিচার ডেস্ক;
এখনো মানবতা একেবারে উবে যায়নি। জাগতিক চরম হতাশার মধ্যেও কারো কারো মানবতা দৃষ্টান্ত হয়ে থাকে। তা না হলে কবেকার কার উদ্যোগ আজ দেশব্যাপী আলোচিত। রাজধানী থেকে শুরু করে গ্রামের আনাচে-কানাচে এখন গড়ে উঠছে ‘মানবতার দেয়াল’।

তাই তো সম্প্রতি রাজধানীর রামপুরা বনশ্রীর বি ব্লকের ২ নম্বর সড়ক এভিনিউয়ে দেখা গেছে মানবতার দেয়াল। রামপুরা বনশ্রী ও দক্ষিণ বনশ্রী এলাকার বাসিন্দাদের ভার্চুয়াল প্ল্যাটফর্ম ‘বনশ্রীবাসী’ জনস্বার্থে খবরটি শেয়ার করেছে।

দেয়ালে কাঠের তৈরি সেলফে কাচ বসিয়ে সুরক্ষিতভাবে তৈরি করা হয়েছে মানবতার দেয়ালটি। অন্যসব আয়োজনের চেয়ে এটিকে একটু ব্যতিক্রমই মনে হবে। বর্ষায় যেন রক্ষিত কাপড়গুলো ভিজে না যায়, এজন্যই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সহজেই অনুমান করা যায়।

কাচের ওপর দুটি স্টিকারে লেখা রয়েছে, ‘আপনার অপ্রয়োজনীয় জিনিস এখানে রেখে যান’ এবং ‘আপনার প্রয়োজনীয় জিনিস এখান থেকে নিয়ে যান’। সেলফের তিনটি তাকেই সংরক্ষিত আছে নানা বয়সের বিভিন্ন ধরনের কাপড়-চোপড়। একটি ফলের দোকানের পাশে স্থাপিত এ মানবতার দেয়াল ইতোমধ্যেই জনমনে ব্যাপক সাড়া ফেলেছে।

দেয়ালের গায়ে পবিত্র কোরআনের দুটি আয়াত লেখা রয়েছে। একটি আয়াত হচ্ছে- ‘হে মুমিনগণ, আমি তোমাদের যা দিয়েছি তা হতে তোমরা ব্যয় কর, সেই দিন আসার পূর্বে- যে দিন ক্রয়-বিক্রয়, বন্ধুত্ব ও সুপারিশ থাকবে না। এবং কাফেররাই জালিম।’ অপর আয়াতটি হচ্ছে- ‘ভয় কর সেই দিনকে যে দিন কেউ কারো উপকারে আসবে না।’

মানবতার দেয়াল সম্পর্কে মনির ফেরদৌস খান বলেন, ‘নিঃসন্দেহে এটি ভালো উদ্যোগ। আমাদের সবার উচিত এ উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যাওয়া।’

রিয়াজ অরিত্র বলেন, ‘এরআগে বনশ্রীর এফ ব্লকেও মানবতার দেয়াল করা হয়েছে। সেটি ৩ ও ৪ নম্বর সড়কের মাঝখানে অবস্থিত। আশা করি মানবতার দেয়াল আরও ছড়িয়ে পড়বে।’

উল্লেখ্য, ২০১৫ সালে ইরানের উত্তর-পূর্বের শহর মাশাদে প্রথম এমন উদ্যোগ নেওয়া হয়েছিল। সময়টা ছিল শীতকাল। সেখানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র পৌঁছে দিতে অজ্ঞাত কোন ব্যক্তি এ উদ্যোগ নিয়েছিলেন। এমন উদ্যোগের নামকরণ করা হয়েছিল ‘মানবতার দেয়াল’। আন্তর্জাতিক ও দেশীয় গণমাধ্যমে সে খবর প্রচারিত হয়েছিল। সংবাদ প্রকাশের পর জনমনে ব্যাপক সাড়া পড়েছিল এমন উদ্যোগের জন্য।