মোদির ডেরায় প্রিয়াঙ্কাকে ফেলছে না কংগ্রেস
- আপডেট সময় : ১১:৫৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯ ১৭১ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক |
প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে আবার মত পাল্টাল কংগ্রেস। চলমান লোকসভা নির্বাচনে মোদির আসনে তাকে প্রার্থী করা হচ্ছে না। মোদির বারাণসী থেকে কংগ্রেসের হয়ে লড়বেন উত্তরপ্রদেশের পাঁচবারের বিধায়ক অজয় রাই।
সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার পরে প্রিয়াঙ্কা নিজেই বারাণসী থেকে লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন একাধিক বার। অন্তত তিন বার প্রকাশ্যে বলেছেন, ‘কংগ্রেস সভাপতি চাইলে আমি বারাণসী থেকে লড়তে আগ্রহী।’
এরপর প্রিয়াঙ্কাকে প্রার্থী করার কথা শোনা যায়। কংগ্রেসের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, রাহুল গান্ধী রাজি নন। খুব একটা উৎসাহী নন সোনিয়া গান্ধীও।
সোনিয়া ও রাহুল এই বিষয়ে দলের প্রবীণ নেতাদের মত জানতে চেয়েছিলেন। এমনকি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মতও জানতে চাওয়া হয়েছিল। তাদের অধিকাংশের মত ছিল, গান্ধী পরিবারের কেউ আজ পর্যন্ত হারার জন্য কোনও ভোটে লড়েননি।
বারাণসীতে যাকে প্রার্থী করা হয়েছে সেই অজয় রাই বলেছেন, ‘আমরা বলেছিলাম প্রিয়াঙ্কাকে প্রার্থী করুন। গান্ধী পরিবারে এ নিয়ে আলোচনাও হয়েছে। কিন্তু দল আমাকে প্রার্থী করেছে, আমরা লড়ব।’