ঢাকায় আসছেন পপ তারকা একসেন্ট

- আপডেট সময় : ০৬:২৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০১৯ ১৭২ বার পড়া হয়েছে

সকালের সংবাদ;
মৌসুমটা পপ তারকা একসেন্টেরই বলা চলে। গেলো কয়েক মাস ধরে গান নিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন এদেশ থেকে ওদেশ। সুরের মূর্ছনায় বিমোহিত করছেন ভক্তদের। তুমুল জনপ্রিয় রোমানিয়ান এই গায়ক প্রথমবারের মতো আসছেন বাংলাদেশ মাতাতে।
আসছে ২৫ এপ্রিল ঢাকার লা মেরিডিয়ানের স্কাই বলরুমে হবে একসেন্টের বিশেষ শো। একসেন্টের অফিসিয়াল ফেসবুক পাতা থেকে এমন তথ্য পাওয়া গেছে। এক ভিডিও বার্তায় একসেন্ট নিজেই তার আসার খবর নিশ্চিত করেছেন। একসেন্টের গানের এই আয়োজনের নাম রাখা হয়েছে ‘একসেন্ট লাইভ ইন ঢাকা’।
অনুষ্ঠানে সাধারণ শ্রেণির জন্য টিকিটের মূল নির্ধারণ করা হয়েছে তিন হাজার টাকা। ভিইপি ও ভিভিআইপি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে যথাক্রমে পাঁচ হাজার ও দশ হাজার টাকা।
বাংলাদেশে আসার আগে একসেন্ট পাকিস্তানে দুটি স্টেজ শো করবেন। তবে বাংলাদেশে কেবলমাত্র একটি শোয়ে গান পরিবেশন করবেন তিনি।