ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ




কলেজছাত্রীকে ধর্ষণ করে ভিডিও, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯ ১৫৭ বার পড়া হয়েছে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক;
মার্কস মেডিকেল কলেজের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাঁধন মাতব্বর (২৩) নামে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যা ৭টায় রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে বাঁধনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বাঁধন শেকৃবির এগ্রি বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট অনুষদের চতুর্থ বর্ষের ছাত্র।

পুলিশ জানায়, ভুক্তভোগী ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বেশ কয়েকবার ধর্ষণ করে বাঁধন। এ সময় ধর্ষণের দৃশ্য মুঠোফোনে ধারণ করা হয়। পরবর্তীতে ধারণ করা দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ছাত্রীর কাছে ৫০ হাজার টাকা দাবি করে বাঁধন। এ বিষয়ে ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি বলেন, ‘ধর্ষণের শিকার ছাত্রী বাদী হয়ে থানায় মামলা করেছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩) ধারা ৭/৯ (১), তৎসহ প্যানাল কোড-৩৮৫/৫০৬ মামলার আসামি বাঁধন মাতব্বর। আমরা ধর্ষণের অভিযোগে বাঁধনকে গ্রেফতার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে সে। পরবর্তীতে তাকে কোর্টে চালান করে দেয়া হয়েছে।’

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন বলেন, এ বিষয়ে থানা কর্তৃপক্ষ আমাকে অবহিত করেছিল। আমি বিষয়টি নিয়ে উপাচার্য স্যারের সঙ্গে কথা বলে শৃঙ্খলা কমিটির মিটিংয়ে বিষয়টি উপস্থাপন করব।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, এর আগেও বাঁধন মাতব্বর রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন মেয়ের সঙ্গে শেরেবাংলা হলের গেস্টরুমে সময় কাটিয়েছে। অভিযোগ না থাকায় ওই সময় তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :




কলেজছাত্রীকে ধর্ষণ করে ভিডিও, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেফতার

আপডেট সময় : ০৩:৩৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক;
মার্কস মেডিকেল কলেজের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাঁধন মাতব্বর (২৩) নামে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যা ৭টায় রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে বাঁধনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বাঁধন শেকৃবির এগ্রি বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট অনুষদের চতুর্থ বর্ষের ছাত্র।

পুলিশ জানায়, ভুক্তভোগী ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বেশ কয়েকবার ধর্ষণ করে বাঁধন। এ সময় ধর্ষণের দৃশ্য মুঠোফোনে ধারণ করা হয়। পরবর্তীতে ধারণ করা দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ছাত্রীর কাছে ৫০ হাজার টাকা দাবি করে বাঁধন। এ বিষয়ে ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি বলেন, ‘ধর্ষণের শিকার ছাত্রী বাদী হয়ে থানায় মামলা করেছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩) ধারা ৭/৯ (১), তৎসহ প্যানাল কোড-৩৮৫/৫০৬ মামলার আসামি বাঁধন মাতব্বর। আমরা ধর্ষণের অভিযোগে বাঁধনকে গ্রেফতার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে সে। পরবর্তীতে তাকে কোর্টে চালান করে দেয়া হয়েছে।’

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন বলেন, এ বিষয়ে থানা কর্তৃপক্ষ আমাকে অবহিত করেছিল। আমি বিষয়টি নিয়ে উপাচার্য স্যারের সঙ্গে কথা বলে শৃঙ্খলা কমিটির মিটিংয়ে বিষয়টি উপস্থাপন করব।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, এর আগেও বাঁধন মাতব্বর রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন মেয়ের সঙ্গে শেরেবাংলা হলের গেস্টরুমে সময় কাটিয়েছে। অভিযোগ না থাকায় ওই সময় তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।