কমলগঞ্জে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ উদ্বোধন

- আপডেট সময় : ০৮:৩৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯ ১৪৭ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: ‘স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে থেকে শুরু হয়েছে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ-২০১৯।
এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইয়াহিয়ার সভাপতিত্বে আলেচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ হেলাল উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক শাহীন আহমেদ, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দুলাল মিয়া, নার্স সুপারভাইজার শামীমা ফেরদৌস, স্বাস্থ্য সহকারী তোফায়েল আহমেদ প্রমুখ। পরে মোবাইল ফোনের মাধ্যমে অনুষ্ঠানের প্রধান অতিথি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এম.পি স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ এর শুভ উদ্বোধন ঘোষনা করেন। অনুষ্ঠানে সাংবাদিকবৃন্দ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, কমলগঞ্জ উপজেলা পর্যায়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, স্বাস্থ্য বিষয়ক সেমিনার, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, চিকিৎসা সেবায় নৈতিকতা বিষয়ক আলোচনা, স্বাস্থ্য সচেতনতা ও পুষ্টি বিষয়ক আলোচনাসহ নানামুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ২০ এপ্রিল এই স্বাস্থ্যসেবা সপ্তাহ শেষ হবে।