সংবাদ শিরোনাম :
টাইগারদের বিশ্বকাপ দল ঘোষণা, চমক আবু জায়েদ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:১৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯ ১৭৩ বার পড়া হয়েছে
বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে আগামী ৩০ মে থেকে। তাই দল সাজানো নিয়ে ব্যস্ত সবাই। অবশ্য আগামী ২৩ মে পর্যন্ত দলগুলো সময় পাবে বিশ্বকাপের চূড়ান্ত দল দেওয়ার। তবে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের পর বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়। দলে চমক এখনো কোনো ওয়ানডে না খেলা পেসার আবু জায়েদ চৌধুরী।
দল থেকে বাদ পড়েছেন ইমরুল,শফিউল ইসলাম, নাঈম হাসান, ও তাসকিন।
বিশ্বকাপের বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), লিটন দাস, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, তামিম ইকবাল, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন ও আবু জায়েদ চৌধুরী।