‘বিশ্বকাপে বাংলাদেশসহ এশিয়ার দলগুলো বাড়তি সুবিধা পাবে’

- আপডেট সময় : ১০:০৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯ ২২৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক; ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আসন্ন ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশসহ এশিয়ার দলগুলো বাড়তি সুবিধা পাবে। বৃহস্পতিবার ভারতের মুম্বাইয়ে এক সংবাদ সম্মেলনে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসন এ মন্তব্য করেন।
তিনি বলেন, শুষ্ক আবহাওয়ায় উইকেটের চরিত্র দ্রুত বদলে যায়। ক্রিকেট মাঠের ২২ গজে ঘাস রাখা হলেও তা সতেজ থাকে না। ফলে মন্থর হয়ে পড়ে উইকেট। আর তা অনেকটা উপমহাদেশের উইকেটের মতো আচরণ করে। আর সেই কারণেই বিশ্বকাপে বাড়তি সুবিধা পেতে পারে এশীয় দলগুলো।
পিটারসেন আরও বলেন, আর যদি বিশ্বকাপের সময় আবহাওয়া তেমন গরম না হয়, তাহলে ঘরের মাঠে চ্যাম্পিয়ন হওয়ার উজ্জ্বল সম্ভাবনা থাকবে ইংল্যান্ডের সামনে।
তিনি বলেন, ‘গত গ্রীষ্মেও আমাদের দেশে প্রচণ্ড গরম পড়েছিল। এবারও যদি তেমনটি হয়, তাহলে বিশ্বকাপে বাড়তি সুবিধা পাবে এশিয়ার দলগুলো।
প্রসঙ্গত, ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাটের ক্রিকেটে ২৭৭ ম্যাচ খেলে ৩২টি সেঞ্চুরির সাহায্যে ১৩ হাজার ৭৯৭ রান সংগ্রহ করেন পিটারসেন।