সংবাদ শিরোনাম :
টঙ্গীতে কাপড়ের গুদামে আগুন

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৩২:০৩ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০১৯ ১২৮ বার পড়া হয়েছে

টঙ্গী প্রতিনিধি,গাজীপুরের টঙ্গীতে একটি কাপড়ের গুদামে অগ্নিকাণ্ড হয়েছে।
বৌ-বাজার আব্দুর গফুর মসজিদের সামনে কালভার্ট এলাকায় মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি বলে ফায়ার সার্ভিস জানায়।
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, জামাল উদ্দিন নামে এক ব্যক্তির মালিকানাধীন পুরাতন কাপড়ের ওই গুদামে আগুন লাগার খবর পেয়ে তাদের দুইটি ইউনিট গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে।
তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।