সংবাদ শিরোনাম :
বৈশাখে আসছে তাদের “প্রেম”

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৩৮:১১ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০১৯ ১৭৭ বার পড়া হয়েছে

সম্প্রতি নতুন একটি গানে কন্ঠ দিয়েছেন এই সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী চ্যানেল আই ক্ষুদে গানরাজ এর সেনিজ ও তামিম। “প্রেম ” শিরোনামের গানটির কথা লিখেছেন এম.এ. আলম শুভ৷ সুর ও সংগীত করেছেন তামিম ইসলাম নিজেই।
গানটি নিয়ে শিল্পীরা বলেনঃ খুব রোমান্টিক ধাঁচের গান এটি, চেষ্টা করেছি ভালো কিছু করার। বাকিটা দর্শক শ্রোতা শুনলেই বুঝতে পারবেন। আশা করছি ভালো একটি গান শ্রোতারা পাবেন।
গীতিকার এম.এ. আলম শুভ বলেনঃ গানটির কথা গুলো মন ছুঁয়ে যাওয়ার মতোই৷ আশা করছি গানটি সকল দর্শকশ্রোতাদের মন থেকে ভালো লাগবে৷
সম্পূর্ণ ভিন্ন ধাঁচের রোমান্টিক গানটি প্রকাশিত হবে অডিও প্রযোজনা “জিসান মাল্টিমিডিয়া ” থেকে। এই বৈশাখে গানটি রিলিজ হবে বলে জানান “জিসান মাল্টিমিডিয়া ” এর সিইও জিয়াউদ্দিন আলম।