ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমানের মৃত্যুতে শাবি শিক্ষক সমিতির শোক

- আপডেট সময় : ১০:৩২:২৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪ ১৪৩ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও অপরাধবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ড. জিয়া রহমান আর আমাদের মাঝে বেঁচে নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় মরহুমের মৃত্যতে শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদআনোয়ার হোসেন ও সাধারন সম্পাদক অধ্যাপক ড. মোঃ আলমগীর কবীর স্বাক্ষরিত এক শোক প্রকাশ করে বিবৃতি দেয়া হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ড. জিয়া রহমান ছিলেন বাংলাদেশের অপরাধবিজ্ঞান বিষয়ে একজন প্রতিথযশা গবেষক ও দেশের অন্যতম সেরা সন্তান। দেশ বরেণ্য এই সমাজবিজ্ঞানী ও গবেষকের অকাল মৃত্যুতে শাবিপ্রবি পরিবার শোকাহত ও মর্মাহত এবং মহান আল্লাহ তায়ালার কাছে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে। শাবি পরিবারের পক্ষ থেকে তাঁর পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা ও সহমর্মিতা।
পরিবার সূত্রে জানা যায়, আজ ভোর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে এদিন ভোররাত সাড়ে তিনটার দিকে তিনি শারীরিক অসুস্থতা অনুভব করলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।