ঢাবি শিক্ষক ড. জিয়া রহমানের মৃত্যুতে শাবি উপাচার্যের শোক প্রকাশ

- আপডেট সময় : ০৪:৩৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪ ১৩৩ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সাবেক প্রভোস্ট অধ্যাপক ড. জিয়া রহমান আর নেই। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিবৃতি দেন উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।
শনিবার (২৩ মার্চ) দুপুরে মরহুমের মৃত্যতে উপাচার্যের পক্ষে শোক প্রকাশ করে বিবৃতি দেন জনসংসযোগ শাখা।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্য ও শুভানুধ্যায়ীর প্রতি সমবেদনা প্রকাশ করেন উপাচার্য।
উল্লেখ্য, শিক্ষকতা জীবনের শুরুতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক ও সহকারী অধ্যাপক ছিলেন জিয়া রহমান। পরে ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজ বিভাগে শিক্ষকতায় যোগ দেন। গণমাধ্যমে পরিচিত মুখ ছিলেন অধ্যাপক ড. জিয়া রহমান।
পরিবার সূত্রে জানা যায়, আজ ভোর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে এদিন ভোররাত সাড়ে তিনটার দিকে তিনি শারীরিক অসুস্থতা অনুভব করলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।