পুষ্পকাননের সভাপতি মাহমুদুল, সম্পাদক জয়

- আপডেট সময় : ০৮:৫৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩ ৩৯৬ বার পড়া হয়েছে

পুষ্পকাননের সভাপতি মাহমুদুল, সম্পাদক জয়
জবি প্রতিনিধি:
ঢাকা বিশ্বাবিদ্যালয়ে অধ্যয়নরত যশোর জেলার ঝিকরগাছা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন পুষ্পকাননের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটি সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ১৮-১৯ সেশনের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ১৮-১৯ সেশনের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী
জয় হালদার।
শুক্রবার (১১ আগস্ট) সংগঠনটির সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকের ২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।
এই বিষয়ে নির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান বলেন, অত্যন্ত দরদ ও ভালোবাসার একটি সংগঠন পুষ্পকান। অগ্রজ ও অগ্রজ ভাই-বোনদের সহযোগিতায় ইনশাআল্লাহ নতুন কিছু উদ্যোগ ও কাজ করার জন্য মুখিয়ে রয়েছি।
সাধারণ সম্পাদক জয় হালদার বলেন, আমাদের এ প্রাণের সংগঠনটিকে আরো সুসংগঠিত ভাবে এগিয়ে নিয়ে যেতে চাই। ব্যক্তিগত ও সংগঠনের জায়গা থেকে ঝিকরগাছা উপজেলার সকল শিক্ষার্থীদের জন্য সেরাটা করার চেষ্টা করতে চাই।
উল্লেখ্য, ঐতিহ্যবাহী যশোর জেলার ফুলের রাজ্য খ্যাত ঝিকরগাছা উপজেলা হতে আগত শিক্ষার্থীদের সংগঠন পুষ্পকানন। শিক্ষার্থীদের নানা সুযোগ সুবিধা প্রদানসহ ক্যাম্পাসে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।