সিসিক নির্বাচনে নৌকার প্রচারমিছিল করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

- আপডেট সময় : ০৯:২০:০৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩ ২৬১ বার পড়া হয়েছে

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচারণা চালিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।
সোমবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রধান গেইট থেকে সিলেট সুনামগঞ্জ মহাসড়কের উভয় রাস্তায় এই প্রচার মিছিল ও আশপাশের মানুষদের মাঝে এ প্রচারণা চালানো হয়।
আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে প্রচার মিছিলে উপস্থিত ছিলেন শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, উপ-দপ্তর সম্পাদক সজিবুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের সহ-সভাপতি মামুন শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়া, সাংগঠনিক সম্পাদক সুজন, দেলোয়ার হোসেন ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক জালাল উদ্দিনসহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।