শাবির বিবিএ বিভাগে ইউরিপিয়ান ইউনিয়নের ফ্যামিলি বিজনেস প্রোগ্রাম বিষয়ক সভা

- আপডেট সময় : ০৬:২১:২২ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩ ১৭৯ বার পড়া হয়েছে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইউরিপিয়ান ইউনিয়নের ইরাসমাস প্লাস প্রোগামের অর্থায়নে ব্যবসায় প্রশাসন বিভাগের আয়োজনে ফেব(ফ্যামিলি বিজনেস) ইনফো ডে শীর্ষক সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (৩১ মে) বিকাল সাড়ে ৩টায় শিক্ষাভবন-ই তে ব্যবসায় প্রশাসন বিভাগের ৩২৮ রুমে ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. জি এম রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পর্যায়ে উন্নিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সদা তৎপর। এরই ধারাবাহিকতায় ইউরিপিয়ান ইউনিয়ানের অর্থায়নে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাস্টার্স ইন ফ্যামিলি বিজনেস ম্যানেজমেন্ট প্রোগ্রামে ভর্তির সুযোগ তৈরি হয়েছে। ইতোমধ্যে বিদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক ছাত্রাবাস নির্মানের উদ্যোগ গ্রহন করা হয়েছে। এখন প্রয়োজন সকলের সহযোগিতা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশনের ডিন প্রফেসর ড. মো খাইরুল ইসলাম, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মাজহারুল হাসান মজুমদার।
উল্লেখ্য, ইউরিপিয়ান ইউনিয়ানের ইরাসমাস প্লাস প্রোগামের অর্থায়নে বাংলাদেশে প্রথম বারের মত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ইন ফ্যামিলি বিজনেসে শিক্ষার্থী ভর্তি হতে পারবে।