কাদের কারসাজিতে বাড়ল আদার দাম?
- আপডেট সময় : ০৯:০২:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩ ১৩৬ বার পড়া হয়েছে
কাদের কারসাজিতে বাড়ল আদার দাম?
কোরবানির ঈদ আসতে না আসতেই চড়া মূল্যে বিক্রি হচ্ছে আদা। সবাই যখন পেঁয়াজের দাম নিয়ে ব্যস্ত ততদিনে আদার দাম ছুঁয়েছে কেজিপ্রতি ৩০০ টাকা। কোনো কোনো দোকানে ৫০০ টাকা কেজি দরে আদা বিক্রি হচ্ছে এমন খবরও প্রকাশ পেয়েছে গণমাধ্যমে। এ অবস্থায় সবার মনে প্রশ্ন, আদার দাম এত বাড়ল কী কারণে? এখানে কী কুচক্রী মহলের কোনো কারসাজি আছে?
আদা থেকে শুরু করে নানা ধরনের গরম মসলার দাম ও সার্বিক বাজার পরিস্থিতি নিয়ে রোববার (২৮ মে) পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় জাতীয় ভোক্তা অধিকার অধিদফতর জানায়, ব্যবসায়ীরা তুলনামূলক কম দামে আদা কিনে ভোক্তাদের কাছে বেশি দামে বিক্রি করছেন।
ভোক্তা অধিকার অধিদফতরের তথ্যমতে, বর্তমানে ব্যবসায়ীরা কেজিপ্রতি ১৩০ থেকে ১৯০ টাকা দরে আদা কিনে ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি করছেন। এতে প্রতি কেজি আদায় একেকজন ব্যবসায়ী ১০০ টাকা, ক্ষেত্রবিশেষ এরচেয়ে বেশি লাভ করছেন।
ভোক্তা অধিকার অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, আদা থেকে শুরু করে অন্যান্য মসলার দামের ক্ষেত্রে ঋণপত্র (এলসি) খোলার সময় ব্যবসায়ীদের আন্ডার ইনভয়েসিং করার আভাস পাওয়া যাচ্ছে।