তীব্র যানজটে বিড়ম্বনায় ভর্তিচ্ছু শিক্ষার্থী-অভিভাবকরা

- আপডেট সময় : ০৪:০৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩ ১৩৭ বার পড়া হয়েছে

তীব্র যানজটে বিড়ম্বনায় ভর্তিচ্ছু শিক্ষার্থী-অভিভাবকরা
জবি প্রতিনিধি: গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর বি (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আসা শিক্ষার্থী ও অভিভাবকরা তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছেন। বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে সৃষ্টি হওয়া যানজটের ফলে কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রেই বিড়ম্বনায় পড়েন ভর্তিচ্ছুরা।
সরেজমিনে দেখা যায়, শনিবার সকাল থেকেই ভর্তি পরীক্ষা কেন্দ্র করে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক ও বিশ্ববিদ্যালয়ের সামনে আসতে থাকেন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা। সময় বাড়ার সাথে সাথে তাদের উপস্থিতি বাড়ে। তবে সদরঘাটগামী বাস,মিনিবাস রিকশা, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের চলাচলও বাড়তে থাকে। বাহাদুর শাহ পার্ক ও বিশ্ববিদ্যালয়ের সামনে সংকীর্ণ জায়গা জুড়ে যানজট বেড়ে যায়।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ও দ্বিতীয় গেইট দিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এসময় সদরঘাটমুখী ও সদরঘাট থেকে রাজধানীর বিভিন্ন স্থানের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস,লেগুনা, মিনি ট্রাক এবং রিক্সার দীর্ঘ সারি তৈরী হয়।
এমন পরিস্থিতিতে কেন্দ্রে প্রবেশ ও কেন্দ্রের বাইরে অবস্থানের ক্ষেত্রে বিড়ম্বনায় পড়েন ভর্তিচ্ছুরা। এসময় ট্রাফিক পুলিশ সদস্যরাই যানজট নিয়ন্ত্রণে হিমশিম খায়।
জানতে চাইলে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্য বলেন, আমরা যানজট নিরসনে সচেষ্ট আছি। শিক্ষার্থীরা নির্বিঘ্নে যেন কেন্দ্রে যেতে পারে সেটি নিশ্চিতে কাজ করছি।
কয়েকজন ভর্তিচ্ছু শিক্ষার্থীর অভিভাবক বলেন, প্রচন্ড রোদ গরমের মধ্যে আবার তীব্র যানজট৷ মোটের উপর একটু ভালোভাবে দাঁড়ানোর সুযোগ নেই৷ কর্তৃপক্ষের উচিত ছিল পরীক্ষাকে কেন্দ্র করে সাময়িক সময়ের জন্য এই রোডের যানবাহন চলাচল বন্ধ করা।
এক ভর্তিচ্ছু শিক্ষার্থী বলেন, যানজট ঠেলে এভাবে কেন্দ্রে প্রবেশ করা রীতিমতো চ্যালেঞ্জিং। তার উপর প্রচন্ড রোদ৷ যানজটে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন,বিশ্ববিদ্যালয় এলাকায় যানজট নিয়ন্ত্রণে আমরা ডিএমপির কাছে চিঠি পাঠিয়েছিলাম। বিষয়টি নিয়ে তারা ব্যবস্থা নিবেন।
প্রসঙ্গত, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর বি ইউনিটের পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১২ হাজার ৮৪৫ জন শিক্ষার্থীর আসন বিন্যাস সাজানো হয়।