সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে হবে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম- ভিসি

- আপডেট সময় : ০৬:৫০:২৮ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩ ১৭৭ বার পড়া হয়েছে

সিলেটে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মান করতে যাচ্ছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি। সেই ক্রিকেট স্টেডিয়াম নির্মানের কাজ খুব শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছেন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক।
মঙ্গলবার মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রিমিয়ার লিগ সিজন-১১ ফাইনাল খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক ইউনিভার্সিটির বিভিন্ন উন্নয়ন মূলক কাজের কথা তুলে ধরেন। পাশাপাশি ভবিষ্যৎ অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনার কথাও জানান। সেই পরিকল্পনায় আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মানের কথা বলেন উপাচার্য।
আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মান প্রসঙ্গে রাজিন সালেহ বলেন, ‘আসলে এটা অবকাঠামোর দিক থেকে এটা হবে আন্তর্জাতিক মানের। আন্তর্জাতিক মানের অনুশীলনের সব ধরনের সুযোগ সুবিধা থাকবে। চাইলে ম্যাচ যাতে আয়োজন করা সেই ব্যবস্থাও রাখা হবে। বিদেশি কোন দল আসলে যাতে এখানে অনুশীলন করতে পারে সেভাবে সুযোগ সুবিধার ব্যবস্থা রেখে নির্মান করা হবে স্টেডিয়ামটি। ঢাকায় অনেক বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মাঠ আছে। তবে আমাদের এটা হবে সম্পূর্ণ আলাদা, আন্তর্জাতিক মানের সব ধরনের সুযোগ সুবিধা থাকবে এই স্টেডিয়ামে। আমি তাঁদেরকে আমার পরিকল্পনা কথা জানিয়েছি। ইউনিভার্সিটির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান মহোদয়ের সাথে নিয়মিত যোগাযোগ হয়। তাঁরা খুব শীঘ্রই দেশে আসবেন, তখনই স্টেডিয়ামের কাজ শুরু হবে।’
এর আগে শ্বাসরুদ্ধকর ফাইনালে শেষ হল মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগ (এমপিএল) সিজন-১১। টানটান উত্তেজনাকর ফাইনালে বিবিএ ফ্যালকনকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে সিএসই থান্ডার্স।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে দুপুর সাড়ে বারোটায় এমপিএলের ফাইনালে মুখোমুখি হয় বিবিএ ফ্যালকন ও সিএসই থান্ডার্স।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ১২ ওভারে ১৪৬ রান সংগ্রহ করে বিবিএ ফ্যালকন। জবাবে খেলতে নেমে ৪ বল বাকী থাকতে ৭ উইকেটের বড় জয় নিয়ে মাঠে ছাড়ে সিএসই থান্ডার্স।
ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হন সুলতান মাহমুদ রাহী। ৯ উইকেট শিকার করে সেরা বোলার হয়েছেন বিবিএ ফ্যালকনের সেবক পল। টুর্নামেন্ট সেরা ব্যাটার হয়েছেন সিএসই থান্ডার্সের আজহারুল ইসলাম প্লাবন। প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন বিবিএ’র ইমরান।