বিরামপুরে জবরদখল মুক্ত হল বন বিভাগের জায়গা

- আপডেট সময় : ১২:৫১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩ ১৮১ বার পড়া হয়েছে

দিনাজপুরের বিরামপুরে বন বিভাগের চরকাই রেঞ্জের ১১ শতক জায়গার নির্মানাধীন বাড়ি ভেঙে দিয়ে জবর দখল মুক্ত করা হয়। শনিবার (২১ জানুয়ারি) বিকেলে এ জায়গা উদ্ধার করা হয়েছে। দখলমুক্ত এসব জায়গায় সুফল প্রজেক্টের মাধ্যমে হরেক প্রজাতির দেশি গাছের ও পশুপাখির খাদ্যের মিশ্র বাগান করা হবে।
চরকাই রেঞ্জ সূত্রে জানা যায়, বিরামপুরের চরকাই রেঞ্জ এলাকায় বন বিভাগের জায়গা স্থানীয় জবরদখলকারীরা জবরদখল করে অবৈধ ভাবে বাড়ি নির্মাণ করার চেষ্টা করে আসছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সহযোগিতায় বন বিভাগ এই ১১ শতক জায়গায় জবর দখল মুক্ত করেছে।
বিরামপুর শালবনের ঐতিহ্য ফেরাতে ও সুফল প্রজেক্টের আওতায় দেশ প্রজাতির বাগান ও পশু খাদ্যে পরিবেশ সম্মত মিশ্র বাগানের জন্য এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে।
দখলমুক্তে সহাকারী বন সংরক্ষক, চরকায় রেঞ্জ কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তা কর্মচারী, বিরামপুর থানাপুলিশ অংশগ্রহণ করেন।
এ বিষয়ে বিরামপুর চরকাই রেঞ্জ কর্মকর্তা মাসুম আলম জানান, চরকাই রেঞ্জের ৩নং খানপুর ইউনিয়নের দুটি স্থানে প্রায়কপুর বিটের অধিনে দক্ষিণ শাহাবাজপুর মৌজা ও কুশশাখালি মৌজায় স্থানীয়রা দীর্ঘদিন যাবত জবর দখল করে অবৈধ ভাবে ঘর/বাড়ি নির্মাণ করার চেষ্টা করে আসছে। জবর দখল মুক্ত করতে ১১ শতক জায়গা নির্মাণাধীন বাড়ি/ঘর ভেঙে দিয়ে উদ্ধার করেছি। এই অভিযান অব্যাহত থাকবে।