রাঙামাটির কাপ্তাইয়ে বিস্ফোরণে বাবা-ছেলের মৃত্যু

- আপডেট সময় : ০২:২৪:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩ ১৬৫ বার পড়া হয়েছে

রাঙামাটির কাপ্তাই উপজেলায় বাদশা মিয়া টিলা নামক এলাকায় বিস্ফোরণে বাবা-ছেলে নিহত হয়েছে। এঘটনায় মোছা. সখিনা বেগম (৩৫) গুরুতর আহত হয়েছেন।রোববার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- মো. ইসমাইল মিয়া (৪৫) ও তার ছেলে মো. রিফাত (৭)।
বিষয়টি নিশ্চিত করে ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ জানান, কাপ্তাই ইউনিয়নের নতুন বাজার সংলগ্ন বাদশা মাঝির টিলায় বিস্ফোরণের ঘটনায় বাবা ও ছেলে নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছে। তবে বিস্ফোরণটি কোথা থেকে হয়েছে সেটি এখনো নিশ্চিত করা যায়নি।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সদর সার্কেল) রওশান আরা রব বলেন, আমরা একটি বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়ে জানতে পারি, ইসমাইল একজন মাঝি। তিনি বিকেলে একটি বস্তায় করে বিক্রির উদ্দেশ্যে কিছু লোহাজাতীয় পদার্থ নিয়ে আসেন। সেখান থেকে এ বিস্ফোরণ হয়। আমরা সেখানে বিস্ফোরকজাতীয় বস্তুর ক্লিপ দেখতে পাই।