সরকারী নাম্বারে ফোন করায় সাংবাদিকদের বিরূদ্ধে থানায় অভিযোগ করলেন সওজ প্রকৌশলী
- আপডেট সময় : ১২:৩০:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩ ৩৬৩ বার পড়া হয়েছে
লুটপাট হরিলুটের বেপরোয়া মচ্ছবে মেতে উঠা মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী গাউস উল হাসান মারুফ সাহেব কোনো এক অজ্ঞাত ভুতের ইশারায় ফেঁপে উঠেছে।
প্রকৌশলী সাহেবের বিরুদ্ধে দুদকে একটি লিখিত অভিযোগ দায়ের করেন এক ভুক্তভোগী আর সেই সূত্রে সাংবাদিকেরা মন্তব্য নিতে তার ব্যবহৃত সরকারি নাম্বারে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে দুদকের অভিযোগের বিষয়টিসহ কর্মকর্তাটির মন্তব্যহীন সংবাদ প্রকাশ হওয়ায় উল্টো মানিকগঞ্জে বসে ঢাকার সাংবাদিকদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন খোদ সওজের সেই প্রকৌশলী। দুর্নীতিবাজ এই প্রকৌশলী বিরুদ্ধে ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশন দোজখে অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগ সূত্রে গণমাধ্যম কর্মীরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের উদ্দেশ্যে প্রকৌশলী মারুফের সরকারি ফোন নাম্বারে ফোন দিয়েছেন আর এতেই মটকা গরম হয়ে গেছে ওনার। সরকারি নাম্বারে সাংবাদিকরা ফোন দেয়াতে নাকি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে রাষ্ট্রের অনেক বড় ক্ষতি হয়ে গেছে বলে থানায় অভিযোগ করেন তিনি।
এইচ আর শফিক -সকালের সংবাদ, দৈনিক সবুজ বাংলাদেশ, শিপন আহমেদ -দৈনিক সকালের সময়, মুন্না -এবিসি বাংলা সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের তালিকা উল্লেখ করে থানায় অভিযোগ করেছেন দুর্নীতিবাজ ঐ প্রকৌশলী। খোঁজখবর নিয়ে জানা গেছে কোন সাংবাদিকের ফোন তিনি রিসিভ করেননি কিন্তু অ্যাপসের মাধ্যমে সাংবাদিকদের নাম ও পত্রিকার নাম খোঁজখবর নিয়ে তালিকাভুক্ত করেন প্রকৌশলী মারুফ। সাংবাদিকদের ফোন দেখেই ভয়ে রিসিভ না করাই প্রমাণ করে প্রকৌশলী সাহেব কতটা দুধে ধোয়া তুলসী পাতা। অসংখ্য দুর্নীতির অভিযোগে দুদুকে যার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে সেই প্রকৌশলী থানায় লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, তার সরকারি নাম্বারে একাধিকবার কল করে রাষ্ট্রের ক্ষতি করেছে সাংবাদিক! ধোঁয়া তুলশীর পাতা ভাইটি আমার সরকারি নাম্বারটি কার ফোন রিসিভ করার জন্য ব্যবহার করেন তা আমাদের বোধগম্য নহে।
আমাদের নজরে এসেছে, প্রকৌশলী মারুফের হয়ে বেশকটি সাংবাদিক সিন্ডিকেট আদা-জল খেয়ে মাঠে নেমেছেন ; পেশাদার সাংবাদিকদের প্রশ্নবিদ্ধ করে নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যেই । দুর্নীতি দমন কমিশন দুদকের অভিযোগ সূত্রে, শতকোটি টাকার মালিক বনে যাওয়া নির্বাহী প্রকৌশলীর মন্তব্য নিতে পেশাদার সাংবাদিক খোদ দপ্তরে গেলেই তদবির বাণিজ্যে হাজির হোন কিছু স্থানীয় ও জাতীয় পর্যায়ের সাংবাদিকদের অজ্ঞাত মুঠোফোনের বিনয়ী সূর। যদিও সেই বিনয়ী সূরে সূরে মনের মাধুরী মিশিয়ে তারা বলতে থাকে প্রকৌশলী ভাইটি সৎ নিষ্ঠাবান ও আদর্শের প্রতিক কিন্তু তথাকথিত সাংবাদিকরাই আবার লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন দুর্নীতিবাজ প্রকৌশলীর এজেন্ট হয়েই।