পরিবারসহ সাংবাদিক টিটুকে প্রাণনাশের হুমকি

- আপডেট সময় : ০৯:৩৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ ২৭৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক, নোয়াখালী নোয়াখালী জার্নালিস্ট ফোরাম এনজেএফ’র ক্রীড়া সম্পাদক ও দৈনিক বাংলাদেশের আলোর সিনিয়র স্টাফ রিপোর্টার ইসমাইল হোসেন টিটুকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে তিনি নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তায় থানায় জিডি করেন। জিডি নং ৭৭০।
গত রবিবার (১১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে থাকালীন সন্ধ্যা ৭ টা ৫৩ মিনিটে তার মুঠোফোনে ফোন করে হত্যার হুমকি দেন অজ্ঞাত ব্যক্তি।
অডিওতে শোনা যায়, প্রথমে প্রাণনাশের হুমকি ধামকি পরে অসভ্য ভাষায় মা-মেয়েকে নিয়েও গালমন্দ করতে থাকেন অজ্ঞাত ব্যক্তি। পরবর্তীতে যেকোন স্থানে যেকোন সময় হত্যা করবেন এবং তার পরিবারের সদস্যদের ক্ষতি ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করবেন বলে হুমকি দেন ওই ব্যক্তি। বারবার কারণ পরিচয় জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।
পরে এ বিষয় নিয়ে সাংবাদিক নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে হুমকিদাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় অভিযোগ দায়ের করেন।
সাংবাদিক টিটুকে হত্যার হুমকির নিন্দা এবং হুমকি দাতাকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের টাস্টি বোর্ডের চেয়ারম্যান ও জাতীয় পরিষদের প্রধান সমন্বয়কারী এবং নোয়াখালী জার্নালিস্ট ফোরাম (এনজেএফ), সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাব, সামাজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটিসহ সামাজিক, রাজনীতিবিদসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।